3:11 pm , May 11, 2022

নিজস্ব প্রতিবেদক ॥ প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের ১ম শ্রেনী ও সহকারী শিক্ষকদের ২য় শ্রেনী করার দাবী ও চলতি দায়িত্বে থাকা প্রধান শিক্ষকদের স্থায়ী প্রদন্নতির দাবীতে বরিশালে পরিচিতি সভা করেছে প্রাথমিক শিক্ষকরা। বুধবার সকালে বরিশাল নগরীর সিস্টার-ডে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হল রুমে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির বরিশাল মহানগর ও সদর উপজেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। ঈদ পুনর্মিলনীর এই আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রাথমিকি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান শাহীন।
বরিশাল মহানগর কমিটির সভাপতি মাহ্ফুজা খানম এর সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা মোয়াজ্জেম হোসেন মানিক। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল জেলা কমিটির সাধারণ সম্পাদক জাহিদ হোসেন। মহানগর কমিটির সাধারণ সম্পাদক মিন্টু কুমার কর এর সঞ্চালনায় ও অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন গোলাম মোস্তফা কামাল।