3:09 pm , May 11, 2022

নিজস্ব প্রতিবেদক ॥ মহানগর (বিএমপি) পুলিশের বিট পুলিশিংয়ের ত্রৈমাসিক সমন্বয় সভা হয়েছে। বুধবার বরিশাল পুলিশ অফিসার্স মেসে এ সভা হয়। সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত আইজিপি ও পুলিশ কমিশনার মো. শাহাবুদ্দিন খান, বিপিএম-বার । প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, প্রতিটি ঘরে ঘরে শান্তি স্থাপনে অনবদ্য ভূমিকা পালন করে যাচ্ছে প্রতিটি বিট পুলিশিং কর্মকর্তা। পুলিশি সেবাকে জনগণের দোরগােড়ায় পৌঁছে দেওয়ার লক্ষ্যে থানা এলাকাকে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভাগ করে চলমান বিট পুলিশিং কার্যক্রম এর সুফল জনগণ পেতে আরম্ভ করেছে বলে জানিয়েছেন তিনি। সভার শুরুতেই উপ-পুলিশ কমিশনার (ক্রাইম অপারেশন এন্ড প্রসিকিউশন) মোকতার হোসেন (পিপিএম-সেবা) বিগত ত্রৈমাসিক বিট পুলিশিং সমন্বয় সভায় পুলিশ কমিশনারের গৃহীত সিদ্ধান্তসমূহের বাস্তবায়ন সংক্রান্ত আলোচনা করেন। এ সময় পুলিশ কমিশনার বিট পুলিশিং কার্যক্রমের উপর সন্তুষ্টি প্রকাশ করেন। অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ক্রাইম অপারেশন এন্ড প্রসিকিউশন) রাসেল পিপিএম-সেবা সভায় সঞ্চালনা করেন। উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ফিন্যান্স) প্রলয় চিসিম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন) মোহাম্মদ এনামুল হক, উপ-পুলিশ কমিশনার (উত্তর) মোহাম্মদ জাকির হোসেন মজুমদার, পিপিএম-সেবা, উপ-পুলিশ কমিশনার (সিএসবি) খান মুহাম্মদ আবু নাসের, উপ-পুলিশ কমিশনার (ডিবি) মো. মনজুর রহমান পিপিএম-বার।