শেবাচিম হাসপাতালের টয়লেটে সন্তান প্রসবঃ তদন্ত কমিটির সময় বৃদ্ধি শেবাচিম হাসপাতালের টয়লেটে সন্তান প্রসবঃ তদন্ত কমিটির সময় বৃদ্ধি - ajkerparibartan.com
শেবাচিম হাসপাতালের টয়লেটে সন্তান প্রসবঃ তদন্ত কমিটির সময় বৃদ্ধি

3:05 pm , May 11, 2022

নিজস্ব প্রতিবেদক ॥ বরিশালের শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে (শেবাচিম) টয়লেটে সন্তান প্রসবের ঘটনায় গঠিত তদন্ত কমিটির সময় বৃদ্ধি করা হয়েছে। তদন্ত কমিটির আবেদনের প্রেক্ষ্রিতে হাসপাতাল পরিচালক প্রতিবেদন জমা দেওয়ার জন্য আরো দুই কর্ম দিবস সময় বৃদ্ধি করেছেন। গতকাল পূর্বের দেওয়া তিন কর্ম দিবসের শেষ দিনে এই সময় বৃদ্ধি করা হয়। হাসপাতাল পরিচালক ডাঃ মোঃ সাইফুল ইসলাম বলেন তদন্ত কমিটি পূর্বের দেওয়া সময়ের মধ্যে তদন্ত কাজ সম্পূর্ন করতে পারেনি। তাই তারা আরো দুদিন সময় চেয়েছে। তারপরও তারা আগামীকালই (বৃহস্পতিবার) চেষ্টা করবে তদন্ত রিপোর্ট জমা দেওয়ার। গত ৭ মে শেবাচিম হাসপাতালের প্রসূতি ওয়ার্ডের টয়লেটে গিয়ে সন্তান প্রসব করেন এক গর্ভবতি নারী। এসময় ওই নবজাতক টয়লেটের প্যানে পরে পাইপের মধ্যে ঢুকে যায়। পরে নবজাতকের বাবা পাইপ ভেঙে প্রায় ২ ঘন্টা পর নবজাতক শিশুকে জীবিত উদ্ধার করে। এ ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হলে তার পরের দিনই হাসপাতাল কর্তৃপক্ষ হাসপাতালের শিশু বিভাগের প্রধান তালুকদার মুজিবকে প্রধান করে ৩ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে এবং কমিটিকে ৩ কর্ম দিবসের মধ্যে রিপোর্ট প্রদানের জন্য নির্দেশ প্রদান করা হয়। অলৌকিকভাবে বেঁচে যাওয়া ওই নবজাতক পিরোজপুরের স্বরূপকাঠীর শিল্পী বেগম (২৭) ও মোঃ নেয়ামত উল্লাহ দম্পত্তির দ্বিতীয় কন্যা। হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, শিল্পীকে গত শনিবার সকালে শের-ই বাংলা মেডিকেলের তৃতীয় তলার প্রসূতি ওয়ার্ডে ভর্তি করানো হয়। চিকিৎসক তাকে স্বাভাবিক প্রসবের পাশাপাশি সিজারিয়ান অপারেশনের জন্যও প্রস্তুত থাকার পরামর্শ দেন। চিকিৎসকের ব্যবস্থাপপত্র অনুযায়ী ওইদিন বিকাল ৩টার দিকে বাইরে ওষুধ আনতে যান তার স্বামী। এর আগে শিল্পীর শরীরে প্রসব বেদনার একটি ইনজেকশন পুশ করেন সেবিকারা। এরপর তাকে বেডে শুয়ে বিশ্রাম করতে বলেন তারা। এর কিছুক্ষন পর শিল্পী বেগমের টয়লেটে যাওয়ার চাপ আসে। ওয়ার্ডে অবস্থিত টয়লেটে যান তিনি। সেখানে বসেই সন্তান প্রসব করে ফেলেন তিনি।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT