3:01 pm , May 11, 2022
নিজস্ব প্রতিবেদক ॥ উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন বিষয়ক ফলো-আপ প্রশিক্ষণ হয়েছে। বুধবার বরিশালে জেলা প্রশাসনের আয়োজনে শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা ইন্টিগ্রেটেড ক্যাপাসিটি ডেভেলপমেন্ট প্রজেক্ট এর সহযোগিতায় অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার। সভাপতিত্ব করেন স্থানীয় সরকারের উপ-পরিচালক মো. শহীদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের অধ্যাপক ড. মোবাশ্বের মোনেম, জাইকা এক্সপার্ট কেই শিগাসহ জেলা সমন্বয়ক সাঈদ মোহাম্মদ হাসান আল মাহাদী, জুনিয়র কনসালট্যান্ট (ইউআইসিডিপি,জাইকা) জাহেদ হোসাইন, জেলার সকল উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা চেয়ারম্যান, ভাইরাস চেয়ারম্যান, চেয়ারম্যান, পিআইও।