3:32 pm , May 10, 2022
স্বরূপকাঠিতে প্রেমের টানে ঘর ছাড়া
স্বরূপকাঠি প্রতিবেদক ॥ স্বরূপকাঠির সারেংকাঠিতে প্রেমের টানে ঘর ছাড়া গৃহবধু সাহিদা আক্তার ও তার প্রেমিক ইউপি সদস্য আল আমিনের বিরুদ্ধে মামলা করেছেন গৃহবধূর স্বামী বাবুল মাঝি। সোমবার পিরোজপুরের আদালতে ওই মামলা দায়ের করা হয়। আদালত মামলাটি তদন্তের জন্য নেছারাবাদ থানায় পাঠিয়েছেন। এ দিকে বিষয়টি মিমাংশার জন্য ইউপি চেয়ারম্যান বৈঠকে বসে মামলার কথা জানতে পেরে বৈঠক ভেঙে দেন। উল্লেখ্য রোববার গৃহবধু সাহিদা আক্তার প্রেমের টানে স্বামী, সন্তান, নাতী ফেলে প্রেমিক আল আমিনের বাড়ীতে ওঠে। মামলার বিবরনে বাবুল মাঝি উল্লেখ করেছেন, সারেংকাঠি ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের মেম্বার আল আমিন তার স্ত্রী সাহিদা আক্তারের সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। এ বিষয়ে এলাকায় আলোচনা সমালোচনার কারনে এলাকায় অনেকবার শালিশ বৈঠকও হয়েছে। এলাকাবাসী গত বৃহস্পতিবার তাদেরকে অসামাজিক পর্যায়ে আটক করে। এরপর বিষয়টি ব্যাপক ভাবে এলাকায় ছড়িয়ে পড়ে। এতে আমার মানহানি ঘটে। এরই মধ্যে রোববার ঘরে থাকা নগদ ১ লাখ ৩৭ হাজার টাকা , সোনা গহনা সহ মোট ৩ লাখ টাকার মালামাল নিয়ে ইউপি মেম্বার আল আমিনের বাড়ীতে চলে যায়। বাধ্য হয়ে আদালতে তাদের বিরুদ্ধে মামলা করেছেন বলে জানান। এছাড়া বাবুল মাঝি বিষয়টির দৃষ্টান্ত মূলক শাস্তি দাবী করে পিরোজপুরের জেলা প্রশাসক বরাবরে একটি আবেদন ইউএনও মো. মোশারেফ হোসেন কাছে জমা দিয়েছেন। স্বরূপকাঠি (নেছারাবাদ) থানার ওসি আবীর মোহাম্মদ হোসেন এ বিষয়ে আদালতে দায়ের করা একটি মামলা তদন্তের জন্য থানায় পাঠিয়েছেন বিজ্ঞ আদালত। আমরা সেটি তদন্ত শুরু করেছি। তদন্ত শেষে আদালতের নির্দেশ মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।