3:32 pm , May 10, 2022

এস মিজানুল ইসলাম, বানারীপাড়া ॥ বানারীপাড়া চাখার সরকারি ফজলুল হক কলেজের বাংলা বিভাগের সাবেক অধ্যাপক মোসলেম আলী হাওলাদার (৯৩) ওরফে মোসলেম স্যার আর নেই। তিনি মঙ্গলবার বার্ধক্যজনিত কারনে বরিশাল শেরে বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে দুপুর ২টা বেজে ১০ মিনিটে চিকিৎসারত অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। এ সময় তিনি দুই ছেলে ও এক মেয়ে, নাতি -নাতনি সহ আত্মীয় স্বজন অনেক গুনগ্রাহী রেখে গেছেন। এসময় তার বড় ছেলে অস্ট্রেলিয়ায়। মরহুমের লাশ হাসপাতাল থেকে চাখার খলিশাকোটার বাড়িতে নিয়ে আসা হয়। মরহুমের নামাজে জানাজা খলিসাকোটা ঈদগাহ মাঠে বাদ মাগরিব অনুষ্ঠিত হয়। পরে মরহুমের পৈত্রিক বাড়ী পার্শ্ববর্তী হরিদ্রাপুর(অলৈদপুর) গ্রামের পারিবারিক কবরস্থানে দাফনকার্য সম্পন্ন হয়। মরহুম মোসলেম স্যার ১৯৬৩ সনে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অনার্স এমএ অর্নাস পাস করেন। তিনি প্রথমে উজিরপুর ইউনিয়ন ইনস্টিটিউশনের সহকারী শিক্ষক, খলিসাকোটা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পরবর্তীতে শেরে বাংলার প্রতিষ্ঠিত বেসরকারি ফজলুল হক কলেজ পরবর্তীসময়ে সরকারি কলেজের বাংলা বিভাগের প্রধান ছিলেন। তিনি ১৯৯৬ সালে অবসর গ্রহন করেন। মরহুমের ছোট ছেলে বানারীপাড়া প্রেস ক্লাবের সাবেক সদস্য সাদেক মাহমুদ (পাভেল) জানান, মরহুমের বিশ্ববিদ্যালয়ের সহপাঠি ছিলেনকবি ও শিক্ষাবিদ আবু সাইয়েদ আব্দুল্লাহ, মরহুম শেখ ফজলুল হক মনি, বিবিসি’ সাবেক সাংবাদিক মরহুম গোলাম মোর্শেদ প্রমূখ।
শিক্ষাকতা জীবনে শিক্ষার আদর্শকে আকড়ে ধরেছিলেন। আদর্শকে কখন বিকিয়ে দেননি।
তার মৃত্যুর খরবে এলাকায় শোকের ছায়া নেমে আসে। এ রিপোর্ট লেখা পর্যন্ত মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা ও রুহের মাগফেরাত কামনা করেছেন বরিশাল -০২ আসনের এমপি মোঃ শাহে আলম, বানারীপাড়া পৌর মেয়র এ্যাডভোকেট সুভাষ চন্দ্র শীল, চাখার ইউপি চেয়ারম্যান সৈয়দ মুজিবুল ইসলাম টুকু, সাবেক চেয়ারম্যান মোঃ খিজির সরদার, আওয়ামীলীগ নেতা আব্দুল মালেক হাওলাদার, বাপারীপাড়া প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য সিনিয়র সাংবাদিক এস মিজানুল ইসলাম প্রমূখ।