3:24 pm , May 10, 2022
বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের চতুর্থ তলায় মেডিসিন বিভাগের দরজায় মঙ্গলবার দুপুরে দেখা হলো এই বৃদ্ধা মায়ের সাথে। পায়ে ব্যান্ডেজ পেঁচানো এই বৃদ্ধা মা শুয়ে আছেন মেডিসিন বিভাগের বাইরের বারান্দায়। কেউই নেই তাকে দেখার মতো। কিছু খেয়েছে কি খায়নি জানা নেই। কথা বলার চেষ্টা করে শুধু ব্যাথাভরা চোখের করুন চাউনি অসংখ্য ব্যাথা হয়ে ফিরে এলো আবার। আশেপাশের রোগীরা জানালেন, ওনি পাগল। গত তিনদিন ধরে পরে আছেন এখানে।