চরফ্যাসনে গৃহবধুকে ধর্ষণের চেষ্টায় অভিযোগ দায়ের চরফ্যাসনে গৃহবধুকে ধর্ষণের চেষ্টায় অভিযোগ দায়ের - ajkerparibartan.com
চরফ্যাসনে গৃহবধুকে ধর্ষণের চেষ্টায় অভিযোগ দায়ের

3:14 pm , May 9, 2022

চরফ্যাসন প্রতিবেদক ॥ চরফ্যাসনে কলমী ইউনিয়নে গভীর রাতে ঘরে ঢুকে গৃহবধুকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে গৃহবধুর প্রতিবেশী রুবেল হোসেন নামের এক যুবকের বিরুদ্ধে। শনিবার রাতে ওই ইউনিয়নের নাংলাপাতা গ্রামের ২নং ওয়ার্ডে গৃহবধুর বসত ঘরে এঘটনা ঘটে। ঘটনার রাতে গৃহবধু ডাকচিৎকার দিয়ে ঘটনাটি প্রতিবেশীদের জানালে তাকে দু’দফায় মারধর করেন অভিযুক্ত রুবেল ও তার পরিবারের সদস্যরা। এ ঘটনায় রোববার সন্ধ্যায় গৃহবধু বাদী হয়ে ধর্ষণের চেষ্টাকারী রুবেলসহ ৪ জনকে আসামী করে শশীভূষণ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। থানায় লিখিত অভিযোগ দেয়ায় ক্ষিপ্ত রুবেল ও তার পরিবারের সদস্যরা সোমবার সকালে ওই গৃহবধুর ওপর তৃতীয় দফায় হামলা চালায়। অভিযুক্ত রুবেল ওই গ্রামের মুকবুল মৃধার ছেলে। অভিযোগ সুত্রে জানা যায়, তার স্বামী ঢাকায় কর্মস্থলে থাকেন। তিনি তার শ্বশুর-শ্বাশুরী ও শিশু পুত্রকে নিয়ে বাড়িতে থাকেন। তার স্বামী বাড়িতে না থাকার সুযোগে প্রতিবেশী রুবেল প্রায় সময় তার প্রতিবেশী বোন ও তাকে প্রেমের প্রস্তাব ও কু-প্রস্তাব দিয়ে আসছিলেন। ঘটনার রাতে তার শ্বশুর-শ্বাশুরী বাড়িতে ছিলেন না। তিনি তার প্রতিবেশী ছোট বোনসহ শিশুপুত্রকে নিয়ে রাতে ঘরে ঘুমিয়ে ছিলেন। শনিবার গভীর রাতে যুবক রুবেল তার ঘরের পিছনের দরজা খুলে ঘরে ঢুকে ঘুমন্ত অবস্থায় তাকে ঝপটে ধরে স্পর্শকারত স্থনে হাত দেন। এবং ধর্ষনের চেষ্টা চলান। এ সময় তিনি সজাগ হয়ে ডাক চিৎকার দিলে যুবক রুবেল তার (ভিক্টিমের) মোবাইল ফোনটি কেড়ে নিয়ে দ্রুত ঘর থেকে বেড়িয়ে যায়। তার ডাকচিৎকারে রাতেই প্রতিবেশীরা ছুটে এলে তিনি ঘটনাটি জানান। এতে ক্ষিপ্ত হয় রুবেলসহ তার পরিবারের সদস্যরা। ঘটনাটি গোপন রাখার জন্য রুবেল ও তার বড় ভাই আবু তালেব হুমকি দিলে তিনি প্রতিবাদ করেন। এতে রুবেলের পরিবারের সদস্যরা ক্ষিপ্ত হয়ে ওই রাতেই তাকে মারধর করেন। খবর পেয়ে সকালে তার ভাশুর ও স্বজনারা এলে তিনি ঘটনাটি জানান এসময় যুবক রুবেলের পরিবার ফের ক্ষিপ্ত হয়ে তাকে বেধরক মারধর করেন। এবং মামলা করলে হত্যার হুমকি দেন রুবেলের পরিবার। এঘটনায় তিনি বাদী হয়ে রোববার সন্ধ্যায় অভিযুক্ত রুবেলসহ ৪ জনকে আসামী করে শশীভূষণ থানায় লিখিত অভিযোগ দিলে ক্ষিপ্ত হয় রুবেলসহ তার পরিবারের সদস্যরা। থানায় লিখিত অভিযোগ দেয়ায় ক্ষিপ্ত রুবেল ও তার পরিবারের সদস্যারা ফের সোমবার সকালে তার ওপর হামলা চালিয়ে তাকে মারধর করে। তিনি ঘটনাটি থানা পুলিশকে অবগত করেছেন। অভিযুক্ত রুবেল অভিযোগ অস্বীকার করে জানান, ষড়যন্ত্র করে তার বিরুদ্ধে অহেতুক অভিযোগ তুলেছে। শশীভূষণ থানার ওসি মিজানুর রহমান পাটোয়ারী জানান, এঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগটি তদন্ত স্বাপক্ষে ব্যবস্থা নেয়া হবে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT