দেশের টেকসই উন্নয়ন নিশ্চিতে কাজ করছে সরকার -এমপি শাওন দেশের টেকসই উন্নয়ন নিশ্চিতে কাজ করছে সরকার -এমপি শাওন - ajkerparibartan.com
দেশের টেকসই উন্নয়ন নিশ্চিতে কাজ করছে সরকার -এমপি শাওন

3:11 pm , May 9, 2022

লালমোহন প্রতিবেদক ॥ লালমোহনে বদরপুর ইউনিয়নস্থ বেড়ির মাথা এলাকায় নতুন লঞ্চঘাটে স্টিল জেটি স্পাড স্থাপন ও কার্গো শেড নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেছেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন। সোমবার দুপুরে বৈরি আবহাওয়ার মধ্যে বিআইডব্লিউটিএ’র বরিশাল ডিভিশনের আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য শাওন বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সরকার দেশের টেকসই উন্নয়ন নিশ্চিত করার লক্ষে কাজ করে যাচ্ছেন। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে নিরলস পরিশ্রম করছেন শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর দক্ষ নেতৃত্বে খুব কম সময়ের মধ্যে বাংলাদেশ স্বল্প উন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে পরিণত হয়েছে।
এমপি শাওন আরো বলেন, ক্ষুধা দারিদ্র্যমুক্ত ও স্বনির্ভর বাংলাদেশ বিনির্মাণে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে স্বপ্ন তা বাস্তবায়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন তারই সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশ ও দেশের মানুষের উন্নয়নে ইতোমধ্যে বড় বড় প্রকল্প গ্রহণ করে তা বাস্তবায়ন করেছেন তিনি। এসব মেগা প্রকল্প গ্রহণ শুধু শেখ হাসিনার দ্বারাই সম্ভব।
বিআইডব্লিউটিএর বরিশাল ডিভিশনের নির্বাহী প্রকৌশলী মোঃ মামুন উর রশীদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার, ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন, বদরপুর ইউপি চেয়ারম্যান আসাদ উল্যাহ মেলকারসহ আরও অনেকে।

এই বিভাগের আরও খবর

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT