3:08 pm , May 9, 2022

মো. আফজাল হোসেন, ভোলা ॥ ভোলার ইলিশা লঞ্চঘাটে অভিযান চালিয়েছে ভ্রাম্যমান আদালত। অভিযান চালিয়ে একজনকে ৭ দিনের জেল ও অপর জনকে মুচলেকায় মুক্তি এবং ইজারাদারকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার ভোলা সদর উপজেলার ইলিশা লঞ্চঘাটে অভিযান চালায় ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট সালেহ আহমেদ। জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা, পুলিশ বাহিনীর সদস্যসহ অভিযান
পরিচালনা করা হয়। এসময় ৫টাকা ঘাট টিকিট হাতে ১০টাকা লিখে যাত্রীদের কাছ থেকে আদায় করছিলো। এছাড়া একই টিকিট বার বার বিক্রি, যাত্রী ও প্রতিবাদ কারীদের লাঞ্চিত করার অভিযোগ ছিলো ঘাট ইজারাদারদের বিরুদ্ধে। স্থানীয় কতিপয় মাস্তান আছে যারা ঘাট থেকে যাত্রীর গায়ে হাতসহ লাঞ্চিত করে। সকল অভিযোগে মোবাইল কোর্ট ও পুলিশ অভিযান চালায়। ঘটনার সত্যতা পেয়ে ইজাদারের টিকিটম্যান মো: লিটনকে (২৮) ৭ দিনের জেল প্রদান করেন। এছাড়া ইজারাদার এর প্রতিনিধি মো: ফারুককে আগামীতে অতিরিক্ত টাকা দিবে না এই মর্মে মুচলেকা নিয়ে ছেড়ে দেয়া হয়। এছাড়া ঘাট ইজারাদারকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন নির্বাহী ম্যাজিষ্ট্রের মো. সালেহ আহমেদ। এ ঘটনায় সকল যাত্রীরা প্রশাসনকে অভিনন্দন জানিয়েছেন।
উল্লেখ্য, দীর্ঘ দিন ধরেই ৫ টাকার স্থলে ১০ টাকা এবং যাত্রীদের সাথে খারাপ আচরন করে আসছে ঘাট ইজারাদার। ঈদে কর্মস্থলমুখী মানুষ যখন যাচ্ছে, অতিরিক্ত টাকা নেয়ার খবর পেয়ে ঘাটে গেলে ইজারাদারদের মদদে একটি চক্র সাংবাদিককে শারীরিক ভাবে লাঞ্চিত করে। এসব বিষয় পত্রিকায় সংবাদ প্রকাশিত হলে গোয়েন্দা নিরাপত্তা সংস্থা সরেজমিন তদন্ত করেন। এসব ঘটনার সত্যতা পান তারা। মোবাইল কোর্ট গিয়ে প্রমান পেয়ে ব্যবস্থা গ্রহন করেন।