3:05 pm , May 9, 2022
নিজস্ব প্রতিবেদক ॥ নগরীতে শুরু হয়েছে তিন দিন ব্যাপি রবীন্দ্র জয়ন্তী উৎসব। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬১তম জন্মবার্ষিকী উপলক্ষে বরিশালে জেলা প্রশাসনের আয়োজনে শিল্পকলা একাডেমিতে এ উৎসব শুরু হয়েছে। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে উৎসবের সুচনা করেন জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) প্রশান্ত কুমার দাস। বিশেষ অতিথি ছিলেন বিএম কলেজ অধ্যক্ষ ড. মোহাম্মদ গোলাম কিবরিয়া, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শাহজাহান হোসেন ও সংস্কৃতিজন কাজল ঘোষ। মুখ্য আলোচক ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের পরিচালক প্রফেসর মোঃ মোয়াজ্জেম হোসেন। বরিশাল বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের চেয়ারম্যান ও সহকারী অধ্যাপক মোহসিনা হোসাইনসহ আরও অনেকে উপস্থিত ছিলেন। শুরুতে চারুকলা বরিশালের আয়োজনে কবিগুরুর ছবি ও চিত্রকর্ম প্রদর্শনী পরিদর্শন করেন জেলা প্রশাসক। পরে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন দর্শন নিয়ে আলোচনা সভা হয়। শেষে শিল্পকলা একাডেমীর পরিবেশনায় মনোজ্ঞ গীতি আলেখ্য ও নৃত্যনাট্য চিত্রাঙ্গদা প্রদশর্ন করা হয়।