3:12 pm , May 8, 2022

ভা-ারিয়া প্রতিবেদক ॥ ভা-ারিয়ায় সনাতন হিন্দু ধর্ম শিক্ষা ও সাংস্কৃতিক সম্মেলন হয়েছে। উপজেলার ধাওয়া ইউনিয়নের পশারীবুনিয়া হিন্দু মিলন মন্দির প্রাঙ্গনে শনিবার রাতে সম্মেলন অনুষ্ঠিত হয়। সদ্গুরু যুগাচার্য শ্রীমৎ স্বামী প্রণবান্নদজী মহারাজের ১২৭তম জন্মোৎসব উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের মধ্যে ছিল ওই দিন সকাল থেকে পর্যায়ক্রমে গুরু পূজা,সঙ্ঘগীতা ও শ্রীমদ্ভগবদ্ গীতা পাঠ,দীক্ষা দান ও গুরু পূজা শেষে দুপুরে মহাপ্রসাদ বিতরণ। বিকালে শিশু কিশোরদের মেধা বিকাশে প্রতিযোগিতামূলক গীতা পাঠ, ভজন সঙ্গীত, নৃত্য, সাধু সন্ন্যাসীদের বরণ, মাতৃ-পিতৃ পূজা, ধর্মীয় আলোচনা অনুষ্ঠান, সন্ধ্যায় বিশ্ব শান্তি কামনায় বৈদিক শান্তিযজ্ঞ এবং রাতে ধর্মীয় সাংস্কৃতিক সঙ্গীতানুষ্ঠান অনুষ্ঠিত হয়। যজ্ঞে পৌরহীত্য করেণ স্বামী গীতাত্মানন্দজী মহারাজ। অনুষ্ঠানের উদ্বোধন করেন বিজয় কৃষ্ণ দে ও শৈল দে। অনুষ্ঠানে স্বামী গীতাত্মানন্দজী মহারাজের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন পল্লী অবকাঠামো উন্নয়ন প্রকল্পের বরিশাল, ঝালকাঠী ও পিরোজপুর জেলার প্রকল্প পরিচালক সুশান্ত রঞ্জন রায়। প্রধান বক্তা ছিলেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাস্টের সাবেক ট্রাস্টি অধ্যক্ষ বিপুল বিহারী হালদার। দুই দিন ব্যাপি অনুষ্ঠানের শেষ দিন শনিবার রাতে মন্দির প্রাঙ্গনে প্রখ্যাত সঙ্গীত শিল্পী নকুল কুমার বিশ্বাস এবং তার দলের অপর শিল্পী রুপকথা রানী মেঘার কণ্ঠে ধর্মীয় সাংস্কৃতিক সঙ্গীত উপভোগ করেন বিভিন্ন শ্রেণি পেশার হাজারো নারী-পুরুষ সহ বিভিন্ন বয়সী মানুষ। মন্দির কমিটির সাধারণ সম্পাদক সঞ্জয় কীর্ত্তনীয়া জানান, নিজস্ব প্রায় দেড় একর জমির উপর নির্মিত মন্দিরটিতে ছয় বছর ধরে এলাকা ছাড়াও পার্শবর্তী এলাকার শিশু কিশোরদের সনাতন ধর্ম বিষয়ে এবং দেশ ও বিশ্ব শান্তি কল্যাণে আত্মদানে উদ্বুদ্ধ করার কার্যক্রম চালিয়ে আসছে। মন্দিরটির অবকাঠামোগত উন্নয়নের জন্য সরকারি বা বেসরকারি সহযোগিতাও কামনা তার।