3:11 pm , May 8, 2022

বানারীপাড়া প্রতিবেদক ॥ বানারীপাড়ায় বিশ্ব মা দিবস পালিত হয়েছে। শেখ হাসিনার বারতা, নারী -সমতা শ্লোগান নিয়ে দিবসটি পালন উপলক্ষে উপজেলা পরিষদ মিলনায়তনে রোববার বেলা ১১ টায় আলোচনা সভা হয়। প্রধান অতিথির বক্তৃতা করেন সংসদ সদস্য মোঃ শাহে আলম। উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর আয়োজিত অনষ্ঠানের সঞ্চালনা করেন প্রাথমিক শিক্ষক সমিতির সম্পাদক মোঃ জাহিদ হোসেন। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার রিপন কুমার সাহা। স্বাগত বক্তৃতা করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা দীপিকা রাণী সেন। বিশেষ অতিথির বক্তৃতা করেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ নুরুল হুদা, পৌর আওয়ামীলীগ সভাপতি সুব্রত লাল কুন্ডু প্রমূখ।