বরিশালে মহান মে দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত বরিশালে মহান মে দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত - ajkerparibartan.com
বরিশালে মহান মে দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত

3:08 pm , May 8, 2022

নিজস্ব প্রতিবেদক ॥ ‘শ্রমিক-মালিক একতা উন্নয়নের নিশ্চয়তা’ এই স্লোগান নিয়ে গতকাল ৮ মে সকাল ১১ টায় জেলা প্রশাসন ও আঞ্চলিক শ্রম দপ্তর বরিশালের আয়োজনে নগরীর জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে মহান মে দিবস ২০২২ উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক বরিশাল জসীম উদ্দীন হায়দার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপ-পরিচালক (চঃ দাঃ), আঞ্চলিক শ্রম দপ্তর বরিশাল মোঃ ওসমান গনি। বিশেষ অতিথি ছিলেন উপ-পুলিশ কমিশনার সিটি এসবি বিএমপি বরিশাল খাঁন মোহাম্মদ আবু নাসের, সাধারণ সম্পাদক বরিশাল মহানগর শ্রমিক লীগ বরিশাল পরিমল চন্দ্র দাস, উপমহাপরিদর্শক কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর বরিশাল মোঃ ইউসুফ আলী, ডিজিএম কেমিস্ট ল্যাবরেটরি বরিশাল কাজল ঘোষসহ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা। এছাড়াও বিভিন্ন কলকারখানায় কর্মরত শ্রমিক বৃন্দরা উপস্থিত ছিলেন। শুরুতে সংক্ষিপ্ত এক আলোচনার মাধ্যমে অতিথিরা মে দিবস এর বিভিন্ন তাৎপর্য তুলে ধরে বিস্তারিত আলোচনা করেন।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT