2:56 pm , May 7, 2022

বানারীপাড়া প্রতিবেদক ॥ বানারীপাড়ায় জনসাধারণের চলাচলের রাস্তায় বেড়া দিয়ে বাঁধা সৃস্টি করে বেশ কয়েকটি অসহায় পরিবারকে ঘরবন্দি করেছে একটি প্রভাবশালী মহল। উপজেলার সলিয়াবাকপুর গ্রামের রাজিব দাস, সংঙ্কর দাস, বঙ্কিম দাস, সঞ্জিব দাস, সমীর দাস সহ আরও কয়েটি পরিবার স্থানীয়ভাবে রাস্তা তৈরি করে চলাচল করে আসছে দীর্ঘদিন। সম্প্রতি রাস্তার ওই জায়গাসহ পার্শ^বর্তী জায়গার মালিকানা দাবী করছে একই এলাকার আনিসুর রহমান ও ইয়ার হোসেন। শনিবার ৩০ এপ্রিল বেলা ১১ টার সময় আনিসুর রহমান স্থানীয় প্রায় ২০ টি সংখ্যালঘু পরিবারের চলাচলের রাস্তায় আড়াআড়ি বাঁশ ও খুটি দিয়ে আটকে দেয়। এব্যপারে ইয়ার হোসেনরা বানারীপাড়া থানায় নূর হোসেনকে বিবাদী করে একটি লিখিত অভিযোগ করেছেন। এতে ওই সংখ্যালঘু পরিবার গুলো আরও ভীত হয়ে পড়েছে। ইয়ার হোসেনদের দাবী ওই সম্পত্তি তাদের পৈত্রিক। ওখানে হাটাচলার কোন রাস্তা নেই। বর্তমানে তারা জমিতে ফলদ গাছ রোপন করতে গেলে নূর হোসেন বাধা দেয় এবং তার ভাই আনিসুর রহমানকে মারধর করে।