2:55 pm , May 7, 2022

পরিবর্তন ডেস্ক ॥ গতকাল বরিশাল জেলা ও মহানগর বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম আহবায়ক কমিটির আয়োজনে এক পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। বরিশাল নগরীর সাধুর বটতলা বিকাল ৪টায় পরিচিতি সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম জেলা আহ্বায়ক আবুল খায়ের জলিল। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন মুক্তিযুদ্ধের প্রজন্ম সংগঠনটি একটি অন্যতম সংগঠন। এই সংগঠনের মাধ্যমে বাংলাদেশের জনগণের মাঝে স্বাধীনতার মূল ইতিহাস ছড়িয়ে দিতে হবে এবং আগামী প্রজন্মকে নতুন করে মুক্তিযুদ্ধের ইতিহাসকে উপহার দিতে হবে। উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল জেলা স্বেচ্ছাসেবকদলের সভাপতি মোঃ আমিনুল ইসলাম লিপন, সদর উপজেলা বিএনপির প্রচার সম্পাদক মোঃ রিয়াজুল ইসলাম সবুজ, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক আখতারুজ্জামান সাব্বির। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বরিশাল জেলা মুক্তিযুদ্ধের প্রজন্ম সদস্য সচিব মোঃ মনিরুল ইসলাম মাসুম, জেলা মুক্তিযুদ্ধের প্রজন্মের যুগ্ন আহবায়ক হারুন হাওলাদার, বরিশাল মহানগর মুক্তিযুদ্ধের প্রজন্মের সদস্যসচিব নাইমুল হাসান প্রিন্স, সদর উপজেলা মুক্তিযুদ্ধের প্রজন্মের আহবায়ক মোঃ শাহ জালাল হাওলাদার, সদস্য সচিব মোঃ রিপন হাওলাদার, যুগ্ন-আহবায়ক আশিকুল ইসলাম, বরিশাল সদর উপজেলা মুক্তিযোদ্ধা প্রজন্মের যুগ্ন আহবায়ক হাসান ও ফরিদ, উজিরপুর পৌর মুক্তিযুদ্ধের প্রজন্মের আহ্বায়ক বাইজিদ হোসেন মিঠু, বাবুগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা প্রজন্মের আহ্বায়ক দেলোয়ার হোসেন, বাবুগঞ্জ উপজেলা মুক্তিযুদ্ধের প্রজন্মের সদস্য সচিব আফজাল হোসেন তালুকদার, উজিরপুর পৌরসভা মুক্তিযুদ্ধের প্রজন্মের সদস্য সচিব মোঃ বাচ্চু রাড়ী প্রমূখ।