কর্মমুখী মানুষের ঢল ভোলার লঞ্চঘাট গুলোতে ॥ ইলিশা ঘাটে যাত্রীরা ভোগান্তিতে কর্মমুখী মানুষের ঢল ভোলার লঞ্চঘাট গুলোতে ॥ ইলিশা ঘাটে যাত্রীরা ভোগান্তিতে - ajkerparibartan.com
কর্মমুখী মানুষের ঢল ভোলার লঞ্চঘাট গুলোতে ॥ ইলিশা ঘাটে যাত্রীরা ভোগান্তিতে

2:54 pm , May 7, 2022

ভোলা অফিস ॥ ঈদ শেষে ভোলা থেকে কর্মে ফেরা মানুষের ঢল নেমেছে। এদের বেশিরভাগই ছিল রাজধানী ঢাকা আর বন্দর নগরী চট্রগ্রাম মুখী। গতকাল শনিবার শেষ মুহুর্তের মানুষের ঢল দেখা গেছে ভোলার ইলিশার লঞ্চঘাট গুলোতে। পর্যাপ্ত লঞ্চ থাকায় শান্তির্পুন ভাবে গন্তব্যে যেতে পারলেও চরম হয়রানীর স্বিকার হতে হয়েছে ইলিশা লঞ্চ ঘাটে এসে। এমনই অভিযোগ যাত্রীদের। ইজাদারদের কর্মিদের হাতে লাঞ্চিত হতে হয়েছে অগনিত যাত্রীদের। অবিযোগ আছে অতিরিক্ত টাকা আদায়ের। যাত্রী মো: আব্দুল সালাম বলেন, বাড়ি থেকে আসতে যতটা হয়রানী না হয়েছি তার চেয়ে বেশি হয়রানী হতে হয়েছে ইলিশা লঞ্চঘাটে এসে। ঘাটের স্টাফরা অতিরিক্ত ভাড়া নিচ্ছে। টাকা নিয়ে দিচ্ছে ছিড়া টিকেট। যা নিয়ে ঘাটে উঠতে গিয়ে লাঞ্চিত হতে হয়েছে। নতুন টিকিট দিচ্ছে না বলে অভিযোগ করেন, মো: ইসমাঈল ও মো: হাসনাঈনসহ আরো অনেকেই। প্রত্যেকে ছিড়া টিকিট দেখিয়ে বলেন, একই টিকিট একাধিকবার বিক্রি করছে আর লাঞ্চিত হতে হচ্ছে আমাদের। অপরদিকে এসব ঘটনার সংবাদ সংগ্রহে ইলিশা লঞ্চঘাটে গেলে সাংবাদিককে লাঞ্চিত করে ঘাট ইজাদারের লোকজন। ঘাট গুলোতে হয়রানীর স্বিকার যাত্রীরা অতিরিক্ত টাকা আদায় এবং হয়রানীসহ লাঞ্চিতর হাত থেকে রক্ষায় প্রশাসনের সহযোগীতা কামনা করেছেন।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT