লালমোহনে মেয়ের বিয়ের অনুষ্ঠানের দধি কিনতে গিয়ে লাশ হলেন বাবা লালমোহনে মেয়ের বিয়ের অনুষ্ঠানের দধি কিনতে গিয়ে লাশ হলেন বাবা - ajkerparibartan.com
লালমোহনে মেয়ের বিয়ের অনুষ্ঠানের দধি কিনতে গিয়ে লাশ হলেন বাবা

3:25 pm , May 6, 2022

লালমোহন প্রতিবেদক ॥ ভোলার লালমোহনে নসিমন-মটরসাইকেলের সংঘর্ষে আব্দুল রশিদ মাল(৪৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলার বদরপুর ইউনিয়নের ইসলামপুর বাজারে এ দুর্ঘটনা ঘটে। মৃত রশিদ মাল ওই ইউনিয়নের সরদার বাড়ির মৃত আব্দুল ওহাদ আলী মালের ছোট ছেলে। রশিদ মাল পেশায় একজন সিএনজি চালক। দীর্ঘদিন ধরে তিনি চট্টগ্রামে সিএনজি চালাচ্ছেন। ঈদের ছুটিতে মেজো মেয়ের বিয়ের উদ্দেশ্য বাড়িতে আসেন তিনি। নিহত রশিদ মালের বড় ভাই শাজাহান জানান, তার ছোট ভাই জুমআর নামাজ শেষে মেয়ের বিয়ের অনুষ্ঠানের জন্য দধি কিনতে বাড়ি থেকে নাজিরপুর বাজার উদ্দেশ্য মটরসাইকেল নিয়ে রওয়ানা দেন। তাদের মটরসাইকেলটি ইসলামপুর বাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি নসিমনের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যায় রশিদ মাল। লালমোহন থানার ওসি (তদন্ত) এনায়েত হোসেন বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নসিমন ও মোটরসাইকেল উদ্ধার করে থানায় আনা হয়েছে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।

এই বিভাগের আরও খবর

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT