ঈদের দিন বরিশালে কালবৈশাখীর আঘাত ঈদের দিন বরিশালে কালবৈশাখীর আঘাত - ajkerparibartan.com
ঈদের দিন বরিশালে কালবৈশাখীর আঘাত

3:24 pm , May 6, 2022

নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল জেলার সর্বত্র ঈদ-উল ফিতরের দিন সকালে কালবৈশাখী ঝড় এবং বৃষ্টি হয়েছে। এতে বিভাগের বিভিন্নস্থানে ঈদের দ্বিতীয় এবং তৃতীয় জামাত বিঘিœত হয়েছে। এছাড়া সকাল থেকে অঝরে বৃষ্টির কারণে বিপাকে পরতে হয়েছে জনসাধারণকে। আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, ঈদেরদিন বরিশালে সর্বোচ্চ ৭০ কিলোমিটার বেগে দমকা ও ঝড়ো হওয়া বয়ে গেছে। এতে নগরীসহ জেলার বিভিন্নস্থানে গাছপালা ও কাঁচা টিনের ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। ঈদের পরেরদিনও মাঝারি বৃষ্টিপাত হয়েছে। আকস্মিক কালবৈশাখী ঝড়ে জেলার অধিকাংশ এলাকায় দীর্ঘসময় বিদ্যুত বিচ্ছিন্ন থাকার কারণে ঈদের ছুটিতে দেশে ফেরা মানুষদের চরম সমস্যার সম্মুখীন হতে হয়েছে। অভিযোগ উঠেছে আকাশে মেঘ জমলেই বন্ধ করে দেওয়া হচ্ছে বিদ্যুত সংযোগ। ঝড় কিংবা বৃষ্টি থেমে গেলেও বিদ্যুত সংযোগ চালু করতে বিলম্ব করছে সংশ্লিষ্ট কর্মকর্তারা। জেলা প্রশাসক মোঃ জসীম উদ্দীন হায়দার বলেন, ঝড় পরবর্তী ক্ষয়ক্ষতি তদারকি করতে কন্ট্রোল রুম চালুসহ পুরো পরিস্থিতি মনিটরিং করে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য সকল উপজেলা নির্বাহী অফিসারদের নির্দেশনা দেয়া হয়েছে। বরিশাল নদী বন্দরের কর্মকর্তা মোহাম্মদ মুস্তাফিজুর রহমান জানিয়েছেন, বৈরী আবহওয়ার কারণে গত দুইদিন থেকে অভ্যন্তরীণ নদী বন্দরে ২ নম্বর সতর্কতা সংকেত জারি করা হয়েছে। যেকারণে এমএল টাইপের লঞ্চগুলো চলাচল বন্ধ রয়েছে।

এই বিভাগের আরও খবর

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT