ঈদের সকালে দুই দফায় বেড়েছে গরুর মাংসের দাম ঈদের সকালে দুই দফায় বেড়েছে গরুর মাংসের দাম - ajkerparibartan.com
ঈদের সকালে দুই দফায় বেড়েছে গরুর মাংসের দাম

3:20 pm , May 6, 2022

নিজস্ব প্রতিবেদক ॥ ঈদের আগেই বাজারে গরুর মাংসের দাম বৃদ্ধি পেয়ে প্রতি কেজি ৬৫০ থেকে ৭০০ টাকায় উঠেছিল। যা ঈদের দিন সকালে আরেক দফা বেড়ে প্রতি কেজি ৭৫০ টাকায় বিক্রি হয়েছে। ক্রেতাদের অভিযোগ, প্রশাসনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের বাজার তদারকির অভাবের কারণেই ঈদের দিন সকালে মাংসের মূল্য বৃদ্ধি পেয়েছে। ঈদের দিন নগরীসহ জেলার বিভিন্ন বাজারে খোঁজ নিয়ে জানা গেছে, প্রতিটি মাংসের দোকানে ৭৫০ টাকা কেজি দরে গরুর মাংস বিক্রি করা হয়েছে। নগরীর চাঁদমারী চৌ-রাস্তায় দোকানে আসা ক্রেতা মোসাদ্দেক বিল্লাহ বলেন, ঈদের দিন মাংসের চাহিদা অনেকগুণ বাড়ে। এ সুযোগে অধিক মুনাফালোভী ব্যবসায়ীরা মাংসের দাম বাড়িয়ে দিয়েছে। যে মাংস ঈদের আগের দিন প্রতি কেজি ৬০০ টাকা ছিলো, তা ঈদের দিন সকালে প্রথমে ৬৫০ টাকা পরবর্তীতে ক্রেতার সংখ্যা বৃদ্ধি পাওয়ায় তা ৭৫০ টাকা দরে বিক্রি করা হয়েছে। অপর ক্রেতা তানভির আহম্মেদ বলেন, ঈদকে পুঁজি করে ব্যবসায়ীরা ঈদের দিন সকালে দুই দফায় গরুর মাংসের দাম বাড়িয়েছে। এ নিয়ে দোকানীদের সাথে ঝগড়াও হয়েছে কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। বাড়তি দাম দিয়েই মাংস কিনতে বাধ্য হয়েছি। তিনি আরও বলেন, প্রশাসনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের বাজার তদারকির অভাবের কারণেই মাংস বিক্রেতারা মূল্য বৃদ্ধি করতে পেরেছে। নগরীর পোর্ট রোডের মাংস বিক্রেতা সুমন সরদার বলেন, বাড়তি দামে গরু কিনতে হয়েছে। তাই বাড়তি দামেই মাংস বিক্রি করা হয়েছে।

এই বিভাগের আরও খবর

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT