নৌ-বন্দর থেকে হারানো শিশুকে উদ্ধার করে পিতার কাছে হস্তান্তর করেছে আনসার সদস্যরা নৌ-বন্দর থেকে হারানো শিশুকে উদ্ধার করে পিতার কাছে হস্তান্তর করেছে আনসার সদস্যরা - ajkerparibartan.com
নৌ-বন্দর থেকে হারানো শিশুকে উদ্ধার করে পিতার কাছে হস্তান্তর করেছে আনসার সদস্যরা

3:05 pm , May 6, 2022

নিজস্ব প্রতিবেদক ॥ পিতার কাছ থেকে হারিয়ে যওয়া ৭ বছরের শিশু রবিউলকে তাৎক্ষনিক প্রচেষ্টায় উদ্ধার করেছে আনসার সদস্যরা। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫ টায় নৌ-বন্দর থেকে ভীড়ের মধ্যে হারিয়ে যায় কড়াপুরের মো. শামিম হাওলাদারের পূত্র রবিউল। এসময় তাকে একা ঘুরতে দেখে নিজেদের জিম্মায় নেয় আনসারের বিশেষ দায়িত্ব পালনকারী সদস্যরা। এর পর তারা টানা ২ ঘন্টার নানা প্রচেষ্টায় খুজে বের করেন পিতাকে। পরে শিশুটিকে পিতার কাছে হস্তান্তর করেন তারা। এসময় উপস্থিত ছিলেন, পিসি মো জসিম উদ্দিন, এপিসি ও দলনেতা রফিকুল ইসলাম, সদস্য সোহাগ, হাসান সহ অন্যান্যরা। ঈদে কর্মস্থলে ফেরা যাত্রীদের নিরাপত্তা দিতে বিশেষ দায়ীত্ব পালন করছেন আনসার সদস্যরা।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT