3:02 pm , May 6, 2022
নিজস্ব প্রতিবেদক ॥ গত ২ মে বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝরা) আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপি নেতা জহির উদ্দিন স্বপনের বাসভবনে ‘আওয়ামী লীগের অনুসারী ও নেতাকর্মীরা’ হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার দুপুরে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ অভিযোগ করেন। বিবৃতিতে মির্জা ফখরুল উল্লেখ করেন, ‘জহির উদ্দিন স্বপনকে নিজ এলাকায় ঈদের নামাজ আদায় করতে না দিতে আওয়ামী লীগ নেতাদের ঘোষণা দেওয়া অমানবিক ও কাপুরুষোচিত। বিএনপির মহাসচিব বলেন, ‘স্বপনের বাসভবনে আওয়ামী সন্ত্রাসীদের হামলা নিঃসন্দেহে চরম কাপুরুষতা। সারাদেশকেই এরা রক্তারক্তি ও হানাহানির অন্ধকারে ঢেকে দিয়েছে। জোর করে ক্ষমতায় টিকে থাকতে গিয়ে বর্তমান অবৈধ সরকার তাদের দলের সন্ত্রাসীদের দুষ্কর্ম সংঘটনের আশকারা দিয়ে বিরোধী মত ও বিশ্বাসের মানুষের ওপর চড়াও হচ্ছে। বিবৃতিতে অবিলম্বে ‘দুষ্কৃতিকারীদের’ গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।