3:44 pm , April 30, 2022
কখন-কোথায় ঈদের জামাত
বিশেষ প্রতিবেদক ॥ পবিত্র ঈদুল ফিতরের জামায়াতের জন্য প্রস্তুত বরিশাল সদর উপজেলার প্রায় ৫০০ মসজিদ। দুই বছর পর এবার ধুয়ে মুছে পরিষ্কার করা হয়েছে নগরীর প্রধান ঈদগাহ ময়দানও। আগামী ২ বা ৩ মে সকাল সাড়ে আটটায় ঈদগাহ মাঠে একটি জামাত হবার সম্ভাবনা জানালেন স্টিমারঘাট মসজিদের ইমাম মাওলানা মোঃ শিহাব উদ্দিন বেগ। বরিশালের বিশিষ্টজনরা এই জামায়াতে অংশ নেবেন। তাই ইতিমধ্যেই এর নিরাপত্তা জোরদার করা হয়েছে। এতে ইমামতি করবেন জামে এবাদুল্লাহ এর ইমাম নূর মোহাম্মদ বেগ। এদিকে সকাল সাড়ে ৮টা ও ১০টা হেমায়েতউদ্দিন রোডের জামে কসাই মসজিদে দুটি জামাত হবে বলে জানিয়েছেন ইমাম সমিতির সভাপতি মাওলানা আব্দুল মান্নান। তিনি বলেন, নগরীতে প্রায় সাড়ে পাঁচশত মসজিদ রয়েছে। আগে জামাতের সময়সীমা সমিতি নির্ধারণ করতো। পরে এটা এখন স্থানীয় সুযোগ সুবিধা দেখে নিজেরাই ঠিক করেন সবাই। চকবাজার জামে এবাদুল্লাহ মসজিদে সকাল ৮টা, ৯টা ও ১০টায় তিনটি জামাত হবার সম্ভাবনা জানালেন এলাকাবাসী। সদর রোডের বায়তুল মোকাররম জামে মসজিদে সকাল সাড়ে আটটা ও ১০টায় দুটি জামাত, আইন মহাবিদ্যালয় জামে মসজিদে সকাল সাড়ে ৮টা ও ৯টায়, পুলিশ লাইনস জামে মসজিদে সকাল ৮টা থেকে ৯টার মধ্যে দুটি জামাত, নুরিয়া স্কুল জামে মসজিদে সাড়ে ৭টা ও সাড়ে ৮টা, সড়ক ও জনপদ, কালু খানবাড়ি, ব্রাউন কম্পাউন্ড জামে মসজিদে সকাল সাড়ে ৮ টায়, বটতলা, নবগ্রাম রোড, সার্কুলার রোড মোল্লা বাড়ি জামে মসজিদ এবং জেলখানা মসজিদে সকাল সাড় ৮টায়, অক্সফোর্ড মিশন রোড বাইতুর নূর ইদ্রিসিয়া জামে মসজিদে সকাল ৯টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে বলে জানা গেছে। সকাল সাড়ে ৮টায় বরিশালের ঈদগাহ মাঠে ঈদ জামাতে অংশ নেবেন বিভাগীয় কমিশনার আমিন উল আহসান, জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার, সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহসহ প্রশাসন ও রাজনৈতিক শীর্ষ কর্মকর্তা ও নেতৃবৃন্দ। বরিশালে ঈদের সর্ববৃহৎ জামাত অনুষ্ঠিত হবে সদর উপজেলার চরমোনাই দরবার শরিফ মাঠে, সকাল ৯টায়। চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম জামাতে ইমামতি করবেন। বিভাগের দ্বিতীয় বৃহত্তম ঈদ জামাত অনুষ্ঠিত হবে পিরোজপুরের নেছারাবাদের ছারছিনা দরবার শরিফ মাঠে, সকাল সাড়ে ৮টায়। ঝালকাঠির এন এস কামিল মাদ্রাসা মাঠে ঈদ জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮টা থেকে সাড়ে ৮টার মধ্যে। পটুয়াখালীর মির্জাগঞ্জ হজরত ইয়ার উদ্দিন খলিফা (রা.) দরবার শরিফ মাঠে ঈদের জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৭টায়। উজিরপুরের গুঠিয়ায় অবস্থিত দেশের অন্যতম দৃষ্টিনন্দন বায়তুল আমান মসজিদ কমপ্লেক্সে ঈদের জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৮টায় বলে জানা গেছে।