টানা পাঁচদিন বরিশালে থাকবেন পানি সম্পদ প্রতিমন্ত্রী টানা পাঁচদিন বরিশালে থাকবেন পানি সম্পদ প্রতিমন্ত্রী - ajkerparibartan.com
টানা পাঁচদিন বরিশালে থাকবেন পানি সম্পদ প্রতিমন্ত্রী

3:38 pm , April 30, 2022

নিজস্ব প্রতিবেদক ॥ এবারের ঈদুল ফিতরের ছুটিটা বরিশালবাসীর সাথেই কাটাবেন পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্ণেল অব. জাহিদ ফারুক। মে দিবসের দুপুর থেকে ঈদের শেষে আরো দিন মিলিয়ে টানা পাঁচদিন বরিশালের মানুষের পাশে থেকে তাদের দুঃখ কষ্ট ও আনন্দের সাথী হবার ইচ্ছে প্রকাশ করেছেন সদর আসনের এই সাংসদ। ৩০ এপ্রিল কর্নেল অবঃ জাহিদ ফারুক এমপির প্রেস সচিব মাহতাবউদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।
করোনাকালীন সংকটে পরপর দুই বছর ঈদ আনন্দে আত্মীয় স্বজনদের সাথে শরীক হতে না পারেননি বরিশালের অনেক কর্মজীবী মানুষ। তাই গত ২৯ এপ্রিল থেকে ঘরে ফেরা মানুষের ঢলে যুক্ত হয়েছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী নিজেও। ১ মে দুপুর থেকে ৫ মে পর্যন্ত বরিশালেই থাকবেন বলে জানিয়েছেন তিনি নিজেও। এ সময় পানি উন্নয়ন বোর্ডের বাধ নির্মাণের অগ্রগতি, চাঁদপুরা ইউনিয়নের তালুকদার হাট এলাকা, চরকাউয়ার কর্ণকাঠী, টুঙ্গিবাড়িয়ার কবরস্থান পরিদর্শন করবেন।
এছাড়াও জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসক জসিম উদ্দিন হায়দারের গৃহিত বেশকিছু সেবামূলক কার্যক্রমেও অংশ নেবেন পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীম এমপি।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT