আজ চাঁদ দেখা গেলে কাল ঈদ আজ চাঁদ দেখা গেলে কাল ঈদ - ajkerparibartan.com
আজ চাঁদ দেখা গেলে কাল ঈদ

3:37 pm , April 30, 2022

ঈদগাহ মাঠে থাকবেন প্রতিমন্ত্রী, মেয়র ও রাজনৈতিক নেতৃবৃন্দ

বিশেষ প্রতিবেদক ॥ আগাম ঈদ মোবারক। আজ চাঁদ দেখা গেলেই আগামীকাল ঈদ। ইতিমধ্যেই বরিশাল ছাড়িয়ে সারা বাংলাদেশের রাজনৈতিক মাঠ সরগরম আগাম ঈদ মোবারক বাক্যে। বন্ধু মহল, রাজনৈতিক ব্যক্তিত্ব, সাংস্কৃতিক নেতৃবৃন্দ মাঠ কর্মী সকলের মাঝেই চলছে ঈদের আগাম শুভেচ্ছা বিনিময়। কে কোথায় ঈদের জামায়াতে অংশ নেবেন এটাও এখন আগ্রহের বিষয় অনেকের। কেননা, করোনা মহামারীর প্রভাব মুক্ত বাংলাদেশে দুই বছর পর উম্মুক্ত পরিবেশে ঈদের নামাজ আদায়ের সুযোগ হয়েছে। আর এই উপলক্ষে নগরীর ঈদগাহ ময়দানে নেয়া হয়েছে চমৎকার নিরাপত্তা বেষ্টিত ঈদ জামাতের প্রস্তুতি। কেননা স্থানীয় সাংসদ ও পানি প্রতিমন্ত্রী কর্ণেল অবঃ জাহিদ ফারুক শামীম, বিভাগীয় কমিশনার আমিন উল আহসান, জেলা প্রশাসক জসিম উদ্দিন হায়দার, মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ, পুলিশ কমিশনার (অতিরিক্ত আইজিপি) শাহাবুদ্দিন খানসহ প্রশাসনিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ এখানে জামায়াতে অংশ নেবেন বলে জানা গেছে। অন্যদিকে বরিশালের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তালুকদার মোঃ ইউনুসসহ নেতৃবৃন্দের বেশিরভাগই এবছর ঈদগাহ ময়দানে জড়ো হবেন বলে জানা গেছে।
আর বরিশাল মহানগর বিএনপির সাবেক সভাপতি মজিবর রহমান সরোয়ার নিজ বাড়ির সামনে স্কুল মাঠে ঈদের নামাজ আদায় করবেন বলে জানিয়েছেন তিনি। মহানগর বিএনপির বর্তমান আহ্বায়ক মনিরুজ্জামান ফারুক জেলা আহ্বায়ক আকন কুদ্দুসও নিজ নিজ এলাকার বাসিন্দাদের সাথে ঈদের নামাজ আদায় করবেন বলে জানা গেছে। জাতীয় পার্টির বরিশালের জেলা আহ্বায়ক অধ্যাপক মহসিন উল ইসলাম হাবুল ও সদস্য সচিব ইকবাল হোসেন তাপস ঈদগাহ ময়দানে নামাজ আদায় করবেন বলে জানিয়েছেন।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT