3:33 pm , April 30, 2022
নিজস্ব প্রতিবেদক ॥ পৃথক অভিযানে আন্ত.জেলা গরু চোরাই চক্রের ৪ সদস্যকে আটক করেছে পুলিশ। শুক্রবার মহানগর পুলিশের কাউনিয়া থানার একটি দল অভিযান পরিচালনা করেছে। শনিবার সংবাদ সম্মেলন করে উপ-পুলিশ কমিশনার (উত্তর) মোহাম্মদ জাকির হোসেন মজুমদার এ তথ্য জানিয়েছেন। আটককৃতরা হলো- মিলন হালদার(৩৫), শফিক হাওলাদার (৪৫), শফিকুল ইসলাম(২২) ও হুমায়ুন কবির (৩৮)।
উপ-পুলিশ কমিশনার জানান, গত ৮ ডিসেম্বর চরবাড়িয়া ইউপির লামছরি গ্রামের জাহাঙ্গীর হাওলাদারের তিনটি গরু চুরি হয়। এ ঘটনায় তিনি কাউনিয়া থানায় মামলা করেন।
কাউনিয়া থানার এএসআই সাইফুল ইসলাম তথ্য প্রযুক্তির সহায়তায় তথ্য সংগ্রহ করে শুক্রবার বিকেলে নগরীর সাগরগল্লি এলাকা থেকে মিলন ও শফিককে আটক করে। পরে তাদের স্বীকারোক্তি অনুযায়ী উজিরপুর উপজেলার মালিকান্দা ডাবেরকুল এলাকা থেকে শফিকুল ইসলাম ও হুমায়ুন কবিরকে আটক করেছে।
তারা স্বীকার করেছে এখন পর্যন্ত ২/৩০০ গরু চুরি করে বিভিন্ন হাটে নিয়ে বিক্রি করেছে।
এসআই সাইফুল জানিয়েছেন, গরু চোরাই সিন্ডিকেট সদস্যদের আটক করা হয়েছে। তবে চোরাই গরু বিক্রি করায় উদ্ধার করা সম্ভব হয়নি।