আন্ত.জেলা গরু চোরাই চক্রের ৪ সদস্য আটক আন্ত.জেলা গরু চোরাই চক্রের ৪ সদস্য আটক - ajkerparibartan.com
আন্ত.জেলা গরু চোরাই চক্রের ৪ সদস্য আটক

3:33 pm , April 30, 2022

নিজস্ব প্রতিবেদক ॥ পৃথক অভিযানে আন্ত.জেলা গরু চোরাই চক্রের ৪ সদস্যকে আটক করেছে পুলিশ। শুক্রবার মহানগর পুলিশের কাউনিয়া থানার একটি দল অভিযান পরিচালনা করেছে। শনিবার সংবাদ সম্মেলন করে উপ-পুলিশ কমিশনার (উত্তর) মোহাম্মদ জাকির হোসেন মজুমদার এ তথ্য জানিয়েছেন। আটককৃতরা হলো- মিলন হালদার(৩৫), শফিক হাওলাদার (৪৫), শফিকুল ইসলাম(২২) ও হুমায়ুন কবির (৩৮)।
উপ-পুলিশ কমিশনার জানান, গত ৮ ডিসেম্বর চরবাড়িয়া ইউপির লামছরি গ্রামের জাহাঙ্গীর হাওলাদারের তিনটি গরু চুরি হয়। এ ঘটনায় তিনি কাউনিয়া থানায় মামলা করেন।
কাউনিয়া থানার এএসআই সাইফুল ইসলাম তথ্য প্রযুক্তির সহায়তায় তথ্য সংগ্রহ করে শুক্রবার বিকেলে নগরীর সাগরগল্লি এলাকা থেকে মিলন ও শফিককে আটক করে। পরে তাদের স্বীকারোক্তি অনুযায়ী উজিরপুর উপজেলার মালিকান্দা ডাবেরকুল এলাকা থেকে শফিকুল ইসলাম ও হুমায়ুন কবিরকে আটক করেছে।
তারা স্বীকার করেছে এখন পর্যন্ত ২/৩০০ গরু চুরি করে বিভিন্ন হাটে নিয়ে বিক্রি করেছে।
এসআই সাইফুল জানিয়েছেন, গরু চোরাই সিন্ডিকেট সদস্যদের আটক করা হয়েছে। তবে চোরাই গরু বিক্রি করায় উদ্ধার করা সম্ভব হয়নি।

এই বিভাগের আরও খবর

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT