3:43 pm , April 28, 2022

বিশেষ প্রতিবেদক ॥ করোনা মহামারীর দুবছর পরে বরিশাল মহানগরী সহ দক্ষিণাঞ্চলের ঈদের জামাত আবার ঈদগাহে ফিরছে। করোনার চোখ রাঙানীতে বিগত দুটি বছর সারা দেশের সাথে দক্ষিণাঞ্চলের কোথাও ঈদগাহে নামাজ হয়নি সরকারী নিষেধাজ্ঞায়। তবে পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি হওয়ায় সরকার এবার ঈদের নামাজ মাঠে নিয়ে যাচ্ছেন। বিষয়টি নিয়ে খুশি মুসুল্লীয়ান সহ সব শ্রেণীর মানুষ।
বরিশাল মহানগরীতে এবার প্রধান ঈদ জামাত অনুষ্ঠিত হবে কেন্দ্রীয় হেমায়েত উদ্দীন ঈদগাহ ময়দানে সকাল সাড়ে ৮টায়। বরিশাল সিটি করপোরেশন এ লক্ষে সব প্রস্তুতি গ্রহন শুরু করেছে ইতোমধ্যে। ২০১৯ সালের ঈদ উল আজহার পরে দক্ষিণাঞ্চলের কোথাও কোন ঈদগাহে নামাজ অনুষ্ঠিত হয়নি।
তবে দক্ষিণাঞ্চলে করোনা মহামারী পরিস্থিতির উন্নতি হলেও তা দেশ ছেড়ে যায়নি এখনো। নিকট প্রতিবেশী দেশেও প্রাণঘাতি এ মহামারী আবার কিছুটা মাথাচাড়া দিয়ে ওঠার মুখে খোদ স্বাস্থ্য মন্ত্রী সবাইকে সতর্ক থাকার পরামর্শ দিলেও তা আমলে নিচ্ছেন না কেউ। বৃহস্পতিবার সকালের পূর্ববর্তি ২৪ ঘন্টায় দক্ষিনাঞ্চলে নতুন কোন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়নি। চলতি মাসে এ অঞ্চলে নতুন শনাক্ত রোগীর সংখ্যা ৫ জনেরও কম। তবে ইতোমধ্যে এ অঞ্চলের ৬ জেলায় ৫২ হাজার ৭০৪ জন করোনা আক্রান্তের মধ্যে ৬৯০ জনের মৃত্যুও হয়েছে । তবে গত ২৪ ঘন্টায় ২০ জন সহ ইতোমধ্যে দক্ষিণাঞ্চলে সুস্থ্য হয়ে উঠেছেন ৫০ হাজার ৯৯৩ জন।
বরিশালের বিভবাগীয় কমিশনার ও জেলা প্রশাসক সবাইকে স্বাস্থ্য বিধি মেনে নামাজে অংশ গ্রহন সহ ঈদের আনন্দ উপভোগের আহবান জানিয়েছেন।