ঈদ উপলক্ষে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক সংস্কার করছে সিটি কর্পোরেশন ঈদ উপলক্ষে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক সংস্কার করছে সিটি কর্পোরেশন - ajkerparibartan.com
ঈদ উপলক্ষে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক সংস্কার করছে সিটি কর্পোরেশন

3:27 pm , April 27, 2022

আরিফ আহমেদ, বিশেষ প্রতিবেদক ॥ পোর্ট রোড থেকে স্বরোড। নগরবাসীর চিরচেনা দুর্ভোগের হঠাৎই সমাপ্তি ঘটেছে। শুধু পোর্ট রোড, প্যারারা রোড বা ভাটার খাল থেকে জেলা স্কুল সংযোগ সড়ক বা জর্ডন লেনই নয়, খান বাহাদুর সড়কের জেলা প্রশাসক ও পুলিশ লাইন সংযোগ সড়কসহ নগরীর জনগুরুত্বপূর্ণ প্রায় সব সড়কেই পীচ ঢেলে নতুন সড়কে পরিণত করা হয়েছে গত এক সপ্তাহের মধ্যে। বাকী যেগুলি রয়েছে তার কাজ চলছে। ঈদের আগেই কাজ শেষ করার নির্দেশনা মেয়রের। পবিত্র ঈদুল ফিতরে সড়কের কারণে মানুষের যেন কোনোভাবে ভোগান্তি না হয়। এটি নগরবাসীর জন্য মেয়রের ঈদ উপহার বলে জানালেন বরিশাল সিটি করপোরেশনের সিইও ফারুক আহমেদ। নগরীর সবচেয়ে কষ্টকর ও বছরের পর বছর অবহেলিত পোর্ট রোডটিকে দেখে চেনার উপায় নেই। খানাখন্দভরা রাস্তাটি মজিবর রহমান সরোয়ার, আহসান হাবীব কামাল ও ২০১৮ সাল থেকে চলতি বছর মার্চ পর্যন্ত ছিলো চরম অবহেলিত। যানবাহন চলাচলতো দূরের কথা হেঁটে চলাও ছিলো ভীষণ কষ্টের। গত সোমবার দুপুরে পোর্ট রোডের কলাপট্টি এলাকায় নতুন পিচ পায়ের জুতো টেনে ধরলে এলাকাবাসীরা জানতে ও দেখতে পান তাদের দুর্ভোগ শেষ হয়েছে। এখানের চিশতী এন্টারপ্রাইজ, মনোহারীর ব্যবসায়ী ও স্থায়ী বাসিন্দা মোঃ শাজাহান বলেন, রবিবারও ভাঙা সড়কে বহুকষ্টে অটোরিকশায় চেপে এসেছি। রাত ৯টার পর একইভাবে চলেও গিয়েছি। সোমবার সকালে পথে আসতে আসতেই দেখতে পেলাম রাতের মধ্যেই পিচ ঢালাই হয়ে গেছে পোর্ট রোড থেকে স্ব রোড পর্যন্ত। স্ব রোডে কিছু জায়গা সম্ভবত বাকী আছে। পুরো নগরীর সড়কের চিত্র বদলে দিয়েছেন আমাদের মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ।
বহুদিন পর এই প্রথম ফোনে পাওয়া গেল মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহকে। আগাম ঈদ মোবারক। এই সড়ক নগরবাসীর জন্য ঈদ উপহার। অতীত ভুলে ঈদ আনন্দে মাতি আসুন। পবিত্র রমজানের পবিত্রতা ও সংযমী চিন্তা নিয়ে আমি নগরবাসীর সেবায় আছি ও থাকবো ইনশাআল্লাহ বললেন সিটি মেয়র। প্রতিবেদক কিছু বলার আগেই কথাগুলো বলে ঈদের নিমন্ত্রণ জানিয়ে ফোন কেটে দিলেন তিনি।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT