নৌ-পুলিশের ওপর জেলেদের হামলায় মামলা নৌ-পুলিশের ওপর জেলেদের হামলায় মামলা - ajkerparibartan.com
নৌ-পুলিশের ওপর জেলেদের হামলায় মামলা

3:26 pm , April 27, 2022

নিজস্ব প্রতিবেদক ॥ কালাবদর নদীতে নৌ-পুলিশের উপর জেলেদের হামলার ঘটনায় মামলা হয়েছে। হামলায় শিকার হয়ে আহত নৌ-পুলিশের এসআই প্রসেনজিত বাদী হয়ে মামলা করেছে। এর আগে মঙ্গলবার বিকেলে জাটকা নিধনবিরোধী অভিযানে গিয়ে জেলেদের হামলার শিকার সদর নৌ থানা পুলিশের উপ-পরিদর্শক প্রসেনজিৎসহ ট্রলার মাঝি সোহরাব হোসেন আহত হয়েছেন। নৌ পুলিশ জানায়, বেলা তিনটার দিকে তাদের কাছে খবর আসে কালাবদর নদীর বুখাইনগর এলাকার অভয়াশ্রমে জেলেরা জাল ফেলেছে। সেখানে গিয়ে কারেন্ট জালসহ দুটি নৌকা আটক করা হয়। এসময় ৩ টি ট্রলারযোগে অন্তত ৩০ থেকে ৪০ জেলে এসে পুলিশের ট্রলারকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়তে থাকে। তখন আত্মরক্ষার্থে পুলিশের ট্রলারটি পিছু হটলে জেলেরাও ট্রলার নিয়ে তাদের পিছু নেয় এবং এলোপাতাড়ি ইটপাটকেল ছুড়তে থাকে। এ সময় কয়েকটি ইট এসে পুলিশ কর্মকর্তা প্রসেনজিৎ এবং ট্রলারের মাঝির শরীরে পড়লে তারা আহত হন। বরিশাল সদর নৌ থানা পুলিশের ওসি হাসানাত জামান জানান, জেলেদের হামলার খবর পেয়ে ঘটনাস্থল পুলিশের আরেকটি দল পাঠানো হয়। আহত পুলিশ কর্মকর্তাকে লাহারহাট ঘাটে একটি ফার্মেসিতে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। এই হামলার জড়িত জেলেদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT