3:07 pm , April 27, 2022

নিজস্ব প্রতিবেদক ॥ মুলাদীতে পুকুরের পানিতে পরে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার বেলা সাড়ে ১১ দিকে উপজেলা সদরের দক্ষিণ চরডাকাতিয়া গ্রামে এ ঘটনা ঘটে। ওই এলাকার সুমন খানের ৬ মাসের ছেলে আরিয়ান খান এবং তার ভাই আব্দুল জব্বার খানের আড়াই বছরের মেয়ে সারিকা আক্তারের মৃত্যু হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বাসার সামনে দুই শিশু খেলা করছিল। এ সময় সুমন খানের ৬ মাসের ছেলে আরিয়ান খান হামাগুড়ি দিয়ে পুকুর পাড়ে গিয়ে পানিতে পড়ে যায়। তাকে উঠাতে গিয়ে জব্বার খানের আড়াই বছরের মেয়ে সারিকা আক্তারও পুকুরে পড়ে যায়। স্বজনেরা বাড়ির আশপাশে খোঁজাখুঁজি করে তাদের সন্ধান পাচ্ছিল না। পরে বেলা ২টার দিকে দুই শিশুর দেহ পুকুরের পানিতে ভেসে ওঠে। এ সময় স্বজনেরা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে ডিউটিরত চিকিৎসক পরীক্ষা করে মৃত ঘোষণা করেন। দুই শিশুর মৃত্যুর তথ্য নিশ্চিত করে মুলাদী থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. ইউসুফ হোসেন জানান, একই বাড়িতে দুই শিশুর মৃত্যু ঘটনায় এলাকায় শোকের ছায়া বাইছে।