নগরীতে বিএনপির বিক্ষোভ সমাবেশ নগরীতে বিএনপির বিক্ষোভ সমাবেশ - ajkerparibartan.com
নগরীতে বিএনপির বিক্ষোভ সমাবেশ

2:59 pm , April 26, 2022

নিজস্ব প্রতিবেদক ॥ বিএনপি নেতা এ্যাড. মকবুল হোসেনের মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবীতে নগরীতে প্রতিবাদ সমাবেশ হয়েছে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে মহানগর বিএনপির আয়োজনে সমাবেশ অনুষ্ঠিত হয়। পুলিশী বেষ্টনির মধ্যে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন মহানগরের আহবায়ক মো. মনিরুজ্জামান খান ফারুক। সদস্য সচিব মীর জাহিদুল কবির জাহিদের সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন বরিশাল বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক মাহবুবুল হক নান্নু, মহানগর যুগ্ম আহবায়ক আলী হায়দার বাবুল, জিয়া উদ্দিন সিকদার জিয়া, মহানগর সদস্য আনম সাইফুল আহসান আজিম, মহানগর শ্রমিক দল সাধারন সম্পাদক ফয়েজ আহমেদ খান, মহানগর জাসাস সভাপতি মীর আদনান তুহিন, মহিলা দল নেত্রী পাপিয়া অজাদ, অধ্যাপিকা ফারহানা তিথি, মহানগর স্বেচ্ছাসেবক দল সভাপতি মাহবুবুর রহমান পিন্টু, মহানগর যুবদল ভারপ্রাপ্ত সভাপতি এ্যাড. মাজহারুল ইসলাম জাহান। এ সময় আরো উপস্থিত ছিলেন, মহানগর বিএনপি সদস্য জাহিদুর রহমান রিপন, বদিউজ্জামান টোলন, খসরুল আলম তপন,আরিফুর রহমান বাবু, মহানগর স্বেচ্ছাসেবক দল সম্পাদক মসিউর রহমান মঞ্জু, সালাউদ্দিন নাহিদ,কামরুল হাসান রতন প্রমুখ। এ সময় বক্তারা বলেন, পুলিশ দিয়ে নির্যাতন আর মামলা,গুম হত্যা করে বিএনপিকে আর দমিয়ে রাখা যাবে না।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT