হিজলায় মৎস্য দপ্তরের মাঝি ও স্পীডবোড চালককে পিটিয়ে পা ভেঙ্গে দিয়েছে কোষ্টগার্ড হিজলায় মৎস্য দপ্তরের মাঝি ও স্পীডবোড চালককে পিটিয়ে পা ভেঙ্গে দিয়েছে কোষ্টগার্ড - ajkerparibartan.com
হিজলায় মৎস্য দপ্তরের মাঝি ও স্পীডবোড চালককে পিটিয়ে পা ভেঙ্গে দিয়েছে কোষ্টগার্ড

2:58 pm , April 26, 2022

হিজলা প্রতিবেদক ॥ হিজলা উপজেলায় মৎস্য দপ্তরের মাঝি ও স্পীডবোড চালককে বেদম মারধর করেছে কোষ্টগার্ড। এতে স্পীডবোড চালকের একটি পা ভেঙ্গে গেছে। জানাযায় সোমবার মেঘনা নদীতে অভয়াশ্রমে অভিযান পরিচালনা করে যাওয়ার পথে এ ঘটনা ঘটে। মৎস্য মাঝি ইয়াসিন ও স্পীডবোড চালক মনির সরদার জানায়, তারা অভিযান শেষ করে বিকাল সাড়ে ৫ টার সময় একটি খালের মধ্যে ট্রলার ও স্পীডবোর্ড রাখার সময় কোষ্টগার্ডের লোকজন আসে। তখন কোষ্টগার্ড তাদের স্পীডবোর্ডে অন্যত্র কারেন্ট জাল এনে রাখে। স্পীডবোড ড্রাইভার প্রতিবাদ করলে তাকে এলোপাতাড়ী মারপিট করে বলে তোরা নদীতে কারেন্ট জাল পাচার করো। মৎস্য কর্মকর্তা তোদের মাধ্যমে কারেন্ট জাল পাচার করে এ কথা না বললে তোমাদের ফায়ার করা হবে। এ বিষয়ে হিজলা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা এম এম পারভেজ বলেন কোষ্টগার্ড বাহিনী মৎস্য দপ্তরের মাঝিকে পূর্ব পরিকল্পিতভাবে আক্রোশ মূলক এ মারধর করে। ঘটনাটি নির্বাহী কর্মকর্তাকে জানানো হয়েছে। হিজলা কোষ্টগার্ডের কন্টিজেন্ট কমান্ডার আবদুর রহমান জানায়, আমরা গোপন সংবাদে ভিত্তিতে জানতে পারি অবৈধ কারেন্ট জাল কেনা বেচা হচ্ছে। এই সংবাদ পেয়ে কারেন্ট জাল সহ দুজনকে আটক করা হয়। পরে জানতে পারি তারা মৎস্য দপ্তরের সঙ্গে রয়েছে। তখন তাদের দুজনকে উপজেলা নির্বাহী কর্মকর্তা কাছে সোর্পদ করা হয়েছে। তাদেরকে মারধরের বিষয়টি মিথ্যা। হিজলা উপজেলা নির্বাহী কর্মকর্তা বকুল চন্দ্র কবিরাজ এ বিষয়ে দু:খ প্রকাশ করেছেন।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT