3:41 pm , April 25, 2022

এস মিজানুল ইসলাম, বানারীপাড়া ॥ বেশ ক’দিন ধরে বানারীপাড়া পৌর এলাকায় দুই হনুমানের অবাধ বিচরণ দেখা যাচ্ছে। এ প্রাণী দুটি নিজেদের বাস স্থান জঙ্গল ছেড়ে লোকালয়ে এসে মানুষের কাছাকাছি থাকছে। এরা কখনো গাছে, দালনের কার্নিশে, টিনের চালে, ছাদের পানির ট্যাংকের উপর স্বাধীন ভাবে বসছে। পাশাপাশি মানুষজন দেখতে ভিড় করছে। কৌতুহলি অনেকে বিভিন্ন ফল, সবজি ইত্যাদি ওদের সামনে দিচ্ছে খাবারের জন্য। ওরাও ভদ্র ভাবে তা নিচ্ছে এবং খাচ্ছে। জঙ্গলের প্রাণী মনুষ্য জগতে আসায় বই-পুস্তকে, সিনেমায় এবং জাদুঘরে জঙ্গলের প্রাণী যারা দেখেছেন আবদ্ধ অবস্থায়। বানারীপাড়ার লোকজন দেখছে অবাধ বিচরণ অবস্থায়। নতুনত্ব সবাই পছন্দ করে। তারই সুন্দর খোরাক কিংবা ভালো লাগার হনুমানের বাস্তব পদার্পন সত্যিই দেখার মতো। হনুমান নিয়ে অনেক গল্প, কাহিনী সিরিয়াল বা সিনেমা হয়েছে। হনুমান দুটি পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ডে বিচরণ করছে। ওরা এখন পর্যন্ত কারোর কোন ক্ষতি করছে এমন তথ্য পাওয়া যায়নি। তবে কেউ কেউ ওদের উত্যক্ত করলে মাঝে মাঝে হাত-পা ছড়িয়ে ভয় দেখায়। কৌতুহল একাধিক লোকজন যে খাবার ছড়িয়ে দেয় তাতেই ওদের ক্ষিদে মিটে যায়। হয়তো হনুমান দুটি কোন এক জঙ্গল থেকে পথ ভুলে লোকালয়ে এসে পড়েছে। ওদের দেখতে নয়নাভিরাম লাগে। জীবে দয়া দেখায় যেই জন—- এ কথা মণীষিগণ বলেছেন। এলাকার সকলে উচিৎ হনুমান দুটিকে দয়া দেখানো। উপজেলা বা পৌর প্রশাসন যদি এদের প্রতি কোন অনুকম্পা দেখাতে পারেন। এ আসা করছে এলাকাবাসী। এ ব্যাপারে পৌর মেয়র অ্যাডভোকেট সুভাষ চন্দ্র শীল জানান, আমরা পৌর পরিষদ বসে আলাপ আলোচনা করে কি করা যায় সে ব্যবস্থা নেব।