3:40 pm , April 25, 2022

আগৈলঝাড়া প্রতিবেদক ॥ ইন্সপেক্টর পদে পদোন্নতি ও বদলী জনিত কারণে আগৈলঝাড়া থানা পুলিশের পক্ষ থেকে এসআই মিজানুর রহমান মিজানকে বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়েছে। রোববার রাতে থানা অফিসার ইন চার্জ মো. গোলাম ছরোয়ারের সভাপতিত্বে তার অফিস কক্ষে এসআই মিজানুর রহমান মিজানকে পদোন্নতি ও বদলী জনিত কারনে সংবর্ধণা প্রদান করা হয়। সংবর্ধনা অনুষ্ঠানে থানার সিনিয়র এসআই বেলায়েত হোসেন, এসআই মনিরুজ্জামান, এএসআই সুব্রতসহ অফিসার ও সদস্যবৃন্দরা উপস্থিত ছিলেন। সম্প্রতি এসআই মিজান ইন্সপেক্টর পদে পদোন্নতি প্রাপ্ত হয়েছেন। পদোন্নতি ও বদলী জনিত কারনে তিনি ঢাকা সিআইডি হেড কোয়ার্টারে যোগদান করবেন। মিজানুর রহমান সততা ও নিষ্ঠার সাথে আগৈলঝাড়া থানায় সিনিয়র এসআই হিসেবে দায়িত্ব পালন করেছেন।