কীর্তনখোলা নদী থেকে বিপুল পরিমানে রেনু উদ্ধার কীর্তনখোলা নদী থেকে বিপুল পরিমানে রেনু উদ্ধার - ajkerparibartan.com
কীর্তনখোলা নদী থেকে বিপুল পরিমানে রেনু উদ্ধার

3:35 pm , April 25, 2022

 

নিজস্ব প্রতিবেদক ॥ কীর্তনখোলা নদী থেকে ১৮টি ব্যারেল ভর্তি প্রায় ৩ লক্ষ ৬০ হাজার পিস চিংড়ি রেনু উদ্ধার করেছে নৌ-পুলিশ। সোমবার ভোর রাতে এ অভিযান পরিচালনা করা হয়।
বরিশাল সদর নৌ-পুলিশের ওসি হাসনাত জামান, গোপন সংবাদের ভিত্তিতে ভোররাতে কীর্তনখোলা নদীর চরমোনাই ঝুনাহার সংলগ্ন স্থানে অভিযান করা হয়। চালায়। এ সময় পরিত্যক্ত ট্রলারে তল্লাশী করে প্লাস্টিকের ড্রামে ১৮ ব্যারেল ভর্তি গলদা ও বাগদা রেনু উদ্ধার করা হয়েছে। যার বাজারমূল্য আনুমানিক ৭ লক্ষ ২০ হাজার টাকা। পরবর্তীতে ভ্রাম্যমান আদালতের নির্দেশক্রমে নৌ পুলিশ বরিশাল অঞ্চলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ হুমায়ুন কবির ও মৎস্য কর্মকর্তা বিমল চন্দ্র দাসের উপস্থিতিতে রেনু কীর্তনখোলা নদীতে অবমুক্ত করা হয়েছে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT