3:45 pm , April 24, 2022

নিজস্ব প্রতিবেদক ॥ গতকাল শহীদ আবদুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাব ভবনে স্বজন স্মরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বরিশাল সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ। প্রেসক্লাবের সভাপতি কাজী নাসির উদ্দিন বাবুলের সভাপতিত্বে ইফতার মাহফিলে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভিসি সাদেকুল আরেফিন, পুলিশ কমিশনার মোঃ শাহাবুদ্দিন খান, জেলা প্রশাসক মোঃ জসীম উদ্দীন হায়দার। আরো উপস্থিত ছিলেন র্যাব-৮ এর অধিনায়ক, ডিজিএফআই এর বরিশাল প্রধান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. তালুকদার মোঃ ইউনুস, জাতীয় পার্টি নেতা ইকবাল হোসেন তাপস, বিএনপি নেতা এবায়েদুল হক চান, মীর জাহিদুল কবির, সদর উপজেলা চেয়ারম্যান সাইদুর রহমান রিন্টু, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেন, ইমানুল হাকিম, মহসিন উল ইসলাম হাবুল সহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, ক্লাবের সদস্যবৃন্দ ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন।