3:16 pm , April 23, 2022

নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল জেলার নারী উদ্যোক্তাদের সাথে ইফতার করেছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কর্নেল (অব.) জাহিদ ফারুক শামীম এমপি। নগরীর মহিলা ক্লাব মিলনায়তনে নারী উদ্যোক্তাদের আয়োজনে ইফতার ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বরিশাল রকিবুর রহমান খান, সনাক সভাপতি প্রফেসর শাহ সাজেদা, বরিশাল বিসিকের উপ-মহাব্যবস্থাপক মোঃ জালিস মাহমুদ, মহানগর যুবলীগের যুগ্ম আহবায়ক মাহমুদুল হক খান মামুন, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট মাহবুবুর রহমান মধু, বিসিসিবি’র পরিচালক আলমগীর খান আলো, বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলরবৃনদরা, প্রবেশ অফিসার জেলা প্রশাসকের কার্যালয় বরিশাল সাজ্জাদ পারভেজ, নারী উদ্যোক্তা রিনা বেগমসহ নারী উদ্যোক্তারা উপস্থিত ছিলেন। শুরুতে সংক্ষিপ্ত এক আলোচনা শেষে ইফতারের পূর্ব মুহূর্তে দেশের সকল মানুষের উদ্দেশ্যে দোয়া করেন অতিথি বৃন্দরা।