3:37 pm , April 22, 2022
বাকেরগঞ্জ প্রতিবেদক ॥ বাকেরগঞ্জে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সরকারি বাকেরগঞ্জ কলেজে এ দোয়া ও মাহফিল হয়। বাকেরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ সামছুল আলম চুন্নুর সভাপতিত্ব করেন। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মোঃ লোকমান হোসেন ডাকুয়া। কুরআন তেলওয়াতের পর শহীদের স্মরণে শোক জানিয়ে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা, তাদের রুহের মাগফিরাত কামনা করে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়। অনুষ্ঠানে পৌর মেয়র মোঃ লোকমান হোসেন ডাকুয়া বলেন, আওয়ামী লীগ জনসাধারণের দল, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরলসভাবে দেশ-জাতি ও প্রবাসীদের কল্যাণে কাজ করে যাচ্ছেন। বাকেরগঞ্জ আওয়ামী লীগ প্রতি বছরের মতো এবারো আপনাদের সম্মানার্থে এ ইফতারের আয়োজন করেছে। সবশেষে মুসলিম উম্মাহসহ দেশ, জাতি ও বিশ্ব মানবতার শান্তি কামনায় বিশেষ দোয়া মোনাজাত করা হয়।