সাড়ে ১৯ লাখ চিংড়ির রেণুসহ আটক ২৭ সাড়ে ১৯ লাখ চিংড়ির রেণুসহ আটক ২৭ - ajkerparibartan.com
সাড়ে ১৯ লাখ চিংড়ির রেণুসহ আটক ২৭

3:34 pm , April 22, 2022

নিজস্ব প্রতিবেদক ॥ বরিশালে ১৯ লাখ ৫০ হাজার চিংড়ির রেণু পোনাসহ ২৭ জনকে আটক করেছে কোস্টগার্ড। শুক্রবার দুপুরে নগরীর আমতলার মোড়ে অভিযান চালিয়ে চিংড়ির রেণু পোনাসহ তাদের আটক করা হয়। কোস্টগার্ডের বরিশাল স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট এম আতাহার আলী বলেন, অভিযান পরিচালনার সময় একটি ট্রাকে তল্লাশি চালানো হয়। এ সময় ৬৫টি ড্রামে ১৯ লাখ ৫০ হাজার পিস গলদা চিংড়ির রেণু পোনা জব্দসহ ২৭ জনকে আটক করা হয়। পাশাপাশি রেণু পোনা বহনকারী ট্রাকটিও জব্দ করা হয়েছে। ট্রাকভর্তি রেণু পোনা পটুয়াখালীর কালাইয়া থেকে বাগেরহাটের ফকিরহাটে যাচ্ছিল। আটকদের নামে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এছাড়া চিংড়ির রেণু পোনা নদীতে অবমুক্ত করা হবে বলে জানান কোস্টগার্ডের স্টেশন কমান্ডার।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT