3:33 pm , April 22, 2022

খবর বিজ্ঞপ্তির ॥ বেক প্রকল্পের ফাইনাল সম্মেলনে অংশগ্রহণ করেছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিন। শুক্রবার ঢাকার রেডিসন ওয়াটার গার্ডেন হোটেলে সম্মেলনে সমাপনী দিনের সভায় অংশ নিয়ে স্বাগত বক্তব্য রাখেন উপাচার্য । উল্লেখ্য গত ১৯ এপ্রিল বেক প্রকল্পের ফাইনাল সম্মেলন ঢাকাতে শুরু হয়। এতে বরিশাল বিশ্ববিদ্যালয়ের ৬ জন শিক্ষক অংশগ্রহণ করেন। বেক প্রকল্পের প্রকল্প পরিচালক বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক ড. ধীমান কুমার রায়ের নেতৃত্বে বিভাগের চেয়ারম্যান অধ্যাপক সুখেন গোস্বামী, আবু জাফর মিয়া, রিসালাত রফিক, প্রভাষক হাসানত জামান ও আব্দুল্লাহ সালমান এই সম্মেলনে যোগ দেন। সম্মেলনে বক্তারা নবায়নযোগ্য জ্বালানি এবং জলবায়ু পরিবর্তন বিষয়ে বিস্তারিত আলোকপাত করেন। এতে বিশ্বের বিভিন্ন দেশের গবেষকরা যোগদান করেন।