হিজলায় এফএআর গ্রুপের শাড়ি বিতরন হিজলায় এফএআর গ্রুপের শাড়ি বিতরন - ajkerparibartan.com
হিজলায় এফএআর গ্রুপের শাড়ি বিতরন

3:41 pm , April 21, 2022

হিজলা প্রতিবেদক ॥ হিজলা উপজেলায় এফএআর গ্রুপের পক্ষ থেকে উপজেলার গরীব ও অসহায় মহিলাদের মাঝে শাড়ি বিতরন করা হয়েছে। জানাযায় এফ এ আর গ্রুপের চেয়ারম্যান হিজলা উপজেলার কৃতি সন্তান আলহাজ কাদের ফারুকের পক্ষে শাড়ি বিতরন করেন এফএআর গ্রুপের পরিচালক আলহাজ আবুল খায়ের মানিক ও এফএআর গ্রুপের চেয়ারম্যানের ছোট ভাই ব্যারিষ্টার আলহাজ মাসুম খান। বৃহস্পতিবার সকাল থেকে উপজেলার বিভিন্ন স্থানে আলেম ওলামাদের সঙ্গে নিয়ে এ শাড়ি বিতরন করা হয়। কাসেমুল উলুম ইসলামীয়া মাদরাসার পরিচালক মাওলানা সালাউদ্দিন জানায়, প্রতি বছরের ন্যায় এ বছর ঈদ উপলক্ষে উপজেলার প্রতিটা ওয়ার্ডে ৫০ পিচ করে শাড়ি দেওয়া হবে। এছাড়াও পাশের থানার বিভিন্ন গ্রামে গরীব অসহায়দের মাঝে শাড়ি দেওয়া হবে। শাড়ী বিতরন কালে আলহাজ ব্যারিষ্টার মাসুম খান বলেন, আমরা বেচে থাকলে প্রতি বছর আপনাদের জন্য সাহায্য হাত বাড়াব। এ সময় তিনি সকলে কাছে তার বাবা মায়ের জন্য দোয়া চেয়েছেন।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT