বিএম কলেজ পুকুরে সাঁতার প্রতিযোগিতা করতে গিয়ে শিক্ষার্থীর মৃত্যু বিএম কলেজ পুকুরে সাঁতার প্রতিযোগিতা করতে গিয়ে শিক্ষার্থীর মৃত্যু - ajkerparibartan.com
বিএম কলেজ পুকুরে সাঁতার প্রতিযোগিতা করতে গিয়ে শিক্ষার্থীর মৃত্যু

3:34 pm , April 21, 2022

 

নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের বাকসু ভবনের সামনের পুকুরে ডুবে এক কলেজ ছাত্রের সলীল সমাধি হয়েছে। বৃহস্পতিবার দুপুর আড়াইটায় ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঐ ছাত্রের লাশ উদ্ধার করে। পরে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। কলেজ ছাত্র সীমান্ত কর্মকার বরিশাল নগরীর শের ই বাংলা সড়কের অরুন কর্মকারের ছেলে। সে সরকারি আলেকান্দা কলেজের উচ্চ মাধ্যমিকের দ্বিতীয় বর্ষের ছাত্র। কোতয়ালী মডেল থানা পুলিশের ওসি আজিমুল করিম স্বজনদের বরাত দিয়ে জানান, দুপুর ১টার দিকে বিএম কলেজের বাকসু ভবনের সামনের পুকুরে বন্ধুদের নিয়ে গোসল করতে যায়। পরে পুকুরে সাঁতার প্রতিযোগিতা করতে গিয়ে নিখোঁজ হয় সীমান্ত। দেড়ঘন্টা খোজাখুজির পর ফায়ার সার্ভিসের ডুবুরি দল সীমান্তকে পুকুর থেকে উদ্ধার করে। পরে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করা হয়।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT