3:30 pm , April 20, 2022
নিজস্ব প্রতিবেদক ॥ অতিরিক্ত দামে জুতা বিক্রয় করা এবং মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে দুইটি ব্যবসা প্রতিষ্ঠানকে ৫২ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। বুধবার সকাল থেকে দুপুর ২ টা পর্যন্ত নগরীর চকবাজার ও নথুল্লাবাদ এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়। অভিযান পরিচালনাকারী জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ শাহ শোয়াইব মিয়া বলেন, চকবাজার বাটা শোরুমকে ৩০ হাজার টাকা, ও নতুল্লাবাদ মদিনা হোটেলকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও কাপড়ের দোকান, জুতার দোকান, বাসকাউন্টারসহ বিভন্ন ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে বেশকিছু ব্যবসা প্রতিষ্ঠানকে সতর্ক করা হয়। উপস্থিত ব্যবসায়ী ও ক্রেতাদের সামাজিক দুরুত্ব মেনে চলা এবং মাস্ক পরিধান করার জন্য অনুরোধ করা হয়। উপস্থিত নাগরিকদের মাঝে ভোক্তা অধিকার আইন সংক্রান্ত লিফলেট বিতরণ করা হয়।