3:28 pm , April 20, 2022

নিজস্ব প্রতিবেদক ॥ বঙ্গবন্ধু টেকনোলজিষ্ট পরিষদ বরিশাল জেলা শাখার আয়োজনে মেডিকেল টেকনোলজিষ্ট পেশার উন্নয়ন শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও জেলার সাধারণ সম্পাদক মো: তাহেরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন ক্লিনিক এন্ড ডায়াগনষ্টিক ওনার্স এসোসিয়েশনের যুগ্ম সাধারণ সম্পাদক ও দৈনিক আজকের পরিবর্তন প্রকাশক-সম্পাদক কাজী মিরাজ। বিশেষ অতিথি উপস্থিত ছিলেন দেশ ও জনপদ পত্রিকার প্রকাশক-সম্পাদক মির্জা রিমন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিএমটিপি বরিশাল জেলার যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ মো: রাকিব হোসেন, মো: ইমরান হোসেন, মো: হোসেন, মো: শাকিল আহমেদ, মিঠু আহমেদ, কৌশল পাল, মো: নাজমুল হাসান ফরহাদ, সাজ্জাদুর রহমান মিরাজ, ইমতিয়াজ সোবাহান ইমনসহ বঙ্গবন্ধু টেকনোলজিষ্ট পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। প্রধান অতিথি শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা: জাহাঙ্গীর আলম মেডিকেল টেকনোলজিষ্টদের ন্যায দাবীর প্রতি একাত্মতা প্রকাশ করেন। অনুষ্ঠানের প্রধান আলোচক কাজী মিরাজ বলেন, স্বাস্থ্য সেবায় টেকনোলজিষ্টদের অবদান অবিস্মরনীয়। বিশেষ করে করোনা দূর্যোগে টেকনোলজিষ্টরা সাহসীকতার সাথে নি:স্বার্থভাবে স্বাস্থ্য সেবা দিয়ে গেছেন।