3:14 pm , April 20, 2022
বাকেরগঞ্জ প্রতিবেদক ॥ বাকেরগঞ্জ উপজেলায় ইউপি সদস্যর নেতৃত্বে স্বশস্ত্র সন্ত্রাসীদের হামলায় এক ভাই নিহত হয়েছে। এছাড়াও অপর দুই ভাই গুরুতর জখম হয়েছে। মঙ্গলবার গভীর রাতে উপজেলার ফরিদপুর ইউনিয়নের সোনাপুরা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রনি মোল্লা (৩২) সোনাপুরা গ্রামের ইয়াসিন মোল্লার ছেলে। এ ছাড়া আহত অবস্থায় তরিকুল ইসলাম তৌফিক (৩৫) ও শহিদুল ইসলাম সাহান (৩২)বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। বাকেরগঞ্জ থানার ওসি আলাউদ্দিন মিলন জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মঙ্গলবার রাত ১২টার দিকে দুই পক্ষের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। পুলিশ খবর পেয়ে আহত তিনজনকে উদ্ধার করে শের-ই বাংলা মেডিকেলে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রনি মোল্লার মৃত্যু হয়েছে। শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন সাহান মোল্লা বলেন, তিনি ফরিদপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি পদপ্রার্থী। মাদক ব্যবসায় বাধা দেওয়ায় ইউনিয়ন পরিষদের ৩ নং ওয়ার্ডের সদস্য জহিরুল ইসলাম মামুনের সঙ্গে তাদের বিরোধ রয়েছে। এর জের ধরেই রাতে মামুনের নেতৃত্বে ২০ থেকে ২৫ জন তাদের বাড়িতে হামলা চালায়। তিন ভাইকে কুপিয়ে ও লোহার রড দিয়ে পিটিয়ে গুরুতর জখম করে। মামুনের বিরুদ্ধে হত্যা, নারী নির্যাতন, মাদকসহ ১৮ থেকে ২০টি মামলা রয়েছে। বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) রেজাউল করিম বলেন, “মাথায় গুরুতর জখম ও অতিরিক্ত রক্তক্ষরণের কারণে রনি নামে একজনের মৃত্যু হয়েছে। “সাহান ও তৌকির সার্জারি বিভাগে চিকিৎসাধীন আছেন। তাদের শরীরে একাধিক জখমের চিহৃ রয়েছে।”