দুগ্ধ খামারের পাচার হওয়া গরু ফিরিয়ে আনার দাবি দুগ্ধ খামারের পাচার হওয়া গরু ফিরিয়ে আনার দাবি - ajkerparibartan.com
দুগ্ধ খামারের পাচার হওয়া গরু ফিরিয়ে আনার দাবি

3:30 pm , April 18, 2022

নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল কাশিপুরের দুগ্ধ ও গবাদি পশু উন্নয়ন খামারের ব্যাপক দুর্নীতি ও অনিয়মের সংবাদ প্রকাশের পর এবার খামার থেকে পাচার হওয়া গরু ফিরিয়ে আনার দাবিতে দুগ্ধ খামার ঘেরাও করার কর্মসূচি নিয়ে আসছে স্থানীয় জনতা ও গরু ব্যবসায়ীরা। গতকাল দিনভর ঐ দুগ্ধ খামার এলাকায় গরু পাচার নিয়ে জনমনে খামারের সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মচারীদের বিরুদ্ধে ব্যাপক সমালোচনা ও পরবর্তিতে খামার ঘেরাও করার কর্মসূচি নিয়ে আলোচনা চলছে। জানা গেছে, শুধু এবারই নয়, দীর্ঘদিন যাবত এই খামারে ব্যাপক দুর্নীতি ও অনিয়ম হয়ে আসছে। যা দেখার কেউ নেই। পাচার হওয়া গরুগুলো ঢাকায় নিয়ে সংশ্লিষ্ট দপ্তর ও এই চক্রের লোকজন নাম মাত্র মূল্যে কথিত নিলাম বা ক্রয় দেখিয়ে নিজেরাই বাগিয়ে নেয়ার পায়তারা চালাচ্ছে বলেও অভিযোগ উঠেছে। তারা আরও অভিযোগ করেছে, বর্ণিত দুগ্ধ খামারের ভালো গরুগুলোও প্রজনন অক্ষম বা রোগব্যধিতে আক্রান্ত দেখিয়ে তা ঢাকায় পাচার করেছে। স্থানীয় গরু ব্যবসায়ী ও জনসাধারণের দাবি, লিখিত চিঠির অজুহাত দিয়ে গত দুই থেকে তিন বছর যাবত তারা গরু নিলাম না করে এহেন চক্রান্তমূলক কাজের মাধ্যমে পাচার বাণিজ্য করে আসছে যা এবারও ব্যতিক্রম হয়নি। সূত্রে আরও জানা গেছে, দুগ্ধ খামারের গো খাদ্য কেনা ও উৎপাদনের হিসেবেও রয়েছে ব্যাপক গড়মিল। খামার কর্তৃপক্ষকে এমন প্রশ্নও করতে শোনা গেছে যে, “গরু পাচার বিষয়টা সাংবাদিকরা জানলো কিভাবে?”। এই সংবাদ প্রকাশের পর খামারে কাজ করা স্থানীয়দেরকে ব্যাপক চাপের মুখে রাখা হয়েছে। যাতে তারা মুখ খুলতে সাহস না করে।এই দুগ্ধ খামার প্রতিষ্ঠার জন্য স্থানীয় বহু চাষীদের কাছ থেকে জমি অধিগ্রহণ করা হয়েছে। কিন্তু অদৃশ্য কারণে দুগ্ধ খামারের সকল বৈধ সুযোগ সুবিধা থেকে বঞ্চিত সেই চাষীরা দুগ্ধ খামার দ্বারা কোন লাভবান হচ্ছে না।উল্লেখ্য, ঈদকে সামনে রেখে গত ১৬ এপ্রিল বিকাল ৫টার দিকে ২০টি কথিত প্রজনন অক্ষম গরু নিলাম না করে গোপনে ঢাকা সাভারে অবস্থিত কেন্দ্রীয় গো প্রজনন খামারে প্রেরণ করেছে খামার কর্তৃপক্ষ। কিন্তু নিয়মঅনুযায়ী প্রজনন অক্ষম এসকল গরুগুলো নিলাম না করে গোপনে ঢাকায় পাচার করা হয়েছে । দুগ্ধ ও গবাদি পশু উন্নয়ন খামারের উপ সহকারী প্রাণী সম্পদ কর্মকর্তা মো: মতিউর রহমান ২০ টি গরু ঢাকায় পাঠানোর বিষয়টি স্বীকার করলেও এগুলো মন্ত্রণালয় থেকে লিখিত চিঠির মাধ্যমে ঢাকায় প্রেরণের নির্দেশ প্রদান করা হয়েছে বলে জানান। একই কথা বলেছেন দুগ্ধ খামারের উপ-পরিচালক আনিসুজ্জামান। তিনি বলেন, উপযুক্ত নির্দেশ ব্যতিত গরু খামারের বাইরে কোথাও প্রেরণের ক্ষমতা আমার নেই। তিনি আরও বলেন, এ বছর নিলাম না হওয়ার কোন কারণ দেখানো হয়নি।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT