3:22 pm , April 18, 2022
এস মিজানুল ইসলাম, বানারীপাড়া ॥ বানারীপাড়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক আ: সালামের বিরুদ্ধে আদালতের ১৪৪/১৪৫ ধারা জারিকৃত বিরোধীয় সম্পত্তিতে জোরপুর্বক কার্যক্রম পরিচালনার অভিযোগ পাওয়া গেছে। মামলা সুত্রে জানা যায়, বানারীপাড়া সদর ইউনিয়নের রাজ্জাকপুর গ্রামের ডিশ ব্যবসায়ী মোজাম্মেল হোসেনের পৌর শহরের ৪ নং ওয়ার্ডে ক্রয়কৃত ৯.০৫ শতক জমির বিরোধ হয়। তিনি প্রতিপক্ষ আঃ সালামের বিরুদ্ধে মামলা দায়ের করেন। ম্যাজিষ্ট্রেট আদালত থেকে ১৪৪/১৪৫ ধারা জারি করে আগামী ২৯ আগষ্ট পর্যন্ত শান্তি শৃংখলা বজায় রাখতে বানারীপাড়া থানাকে নির্দেশ দেওয়া হয়। পরে থানা থেকে এএস আই আওলাদ হোসেনের মারফত বিরোধীয় সম্পত্তিতে সকল কার্যক্রম বন্ধ রাখার নির্দেশনা জারী করা হয়। আদালতের এ নির্দেশ অমান্য করে বিএনপি নেতা আঃ সালাম গত দু’দিন ধরে নির্মান শ্রমিক দিয়ে ভবন নির্মান কাজ অব্যাহত রেখেছেন। আদালতের নির্দেশ অমান্যকারী আঃ সালামের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য মোঃ মোজাম্মেল হোসেন রোববার পুনরায় আদালতে অবেদন করেন । এ বিষয়ে বানারীপাড়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক আ.সালাম বলেন, আদালত যে সম্পত্তির ওপর নিষেধাজ্ঞা জারি করেছেন সেই সম্পত্তিতে নয়, আমার পৈত্রিক সম্পত্তিতে থাকা ঘর পুড়ে যাওয়ায় ভবন নির্মাণ করছি।