3:21 pm , April 18, 2022
আগৈলঝাড়া প্রতিদেক ॥ আগৈলঝাড়ায় দুটি শিক্ষা প্রতিষ্ঠানে দূধর্ষ চুরি সংঘটিত হয়েছে। চোরেরা শিক্ষা প্রতিষ্ঠানের ১৭টি ল্যাপটপ ও একটি প্রজেক্টর চুরি করে নিয়ে গেছে। এঘটনায় থানায় অজ্ঞাতনামা ব্যাক্তিদের আসামী করে মামলা দায়ের করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শণ করেছে। থানা ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার বাগধা মাধ্যমিক বিদ্যালয় ও কলেজে কম্পিউটার ল্যাব করার জন্য সম্প্রতি সরকার থেকে ১৭টি ল্যাপটপ প্রদান করে। রোববার রাতে বাগধা মাধ্যমিক বিদ্যালয় ও কলেজে নৈশ প্রহরী জালাল সরদারকে বাহির থেকে ছিকল দিয়ে আটক রাখে চোরের দল পরে চোরেরা পাশ্ববর্তী কক্ষের তালা ভেঙ্গে কক্ষে রক্ষিত ১৭টি ল্যাপটপ চুরি করে নিয়ে সন্ধ্যা নদীর পারে বাক্স রেখে মনিটরগুলো নিয়ে যায়। এছাড়া একই রাতে পাশ্ববর্তী বাগধা হাই সংলগ্ন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের কক্ষের তালা ভেঙ্গে সরকারী প্রজেক্টর নিয়ে যায় চোরের দল। এসময় ওই বিদ্যালয়ের নৈশ প্রহরী বিদ্যালয়ে ছিল না। গতকাল সোমবার সকালে আগৈলঝাড়া থানার এসআই মনিরুজ্জামান মনির ঘটনাস্থল পরিদর্শণ করেছে। এঘটনায় গতকাল সোমবার সকালে বাগধা মাধ্যমিক বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ আব্দুর রহমান মিয়া বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামী করে মামলা দায়ের করেন।