স্ত্রী হত্যার মামলা করে হুমকিতে অব. সেনা সদস্য স্ত্রী হত্যার মামলা করে হুমকিতে অব. সেনা সদস্য - ajkerparibartan.com
স্ত্রী হত্যার মামলা করে হুমকিতে অব. সেনা সদস্য

3:30 pm , April 17, 2022

 

নিজস্ব প্রতিবেদক ॥ চাঁদা না দেয়ায় কাশিপুরের ফিশারী রোডে গৃহবধূ আফিয়া খাতুন হত্যা মামলা করে নানা হুমকিতে আতংকিত স্বামী অব. সেনা সার্জেন্ট গিয়াসউদ্দিন। অভিযোগ উঠেছে মামলার আসামী নগরীর ৩০ নং ওয়ার্ড কাউন্সিলর কালাম মোল্লার ফুফাতো ভাই। তাই কালাম মোল্লা বাদী গিয়াসউদ্দিনকে ফোন করে মামলা প্রত্যাহার করার জন্য হুমকি দিচ্ছে। ভুক্তভোগী বলেন কালাম মোল্লা হুমকি দিয়ে বলেছে এই মামলা উঠাবি কিনা বল। মনু আমার ফুফাতো ভাই। আর এই মামলায় তোরা কিছুই করতে পারবি না। আর মামলা না উঠালে তোদের বরিশাল ছাড়া করবো। আমার বিরুদ্ধেও এমন ডজন, ডজন মামলা হয়ে আছে। তাতে আমার কিছু আসে যায় না।
গত ৪ এপ্রিল খুনের ঘটনায় কাশিপুর ফিসারী রোড এলাকার বাসিন্দা মৃত আদম আলী হাওলাদারের ছেলে মো. তাওহিদ হোসেন মনু (৪০), তার স্ত্রী নিপু আক্তার (২৫), হেমায়েত হোসেন এর ছেলে জুম্মান হোসেন (৩০) ও মিরাজ মিস্ত্রি (৪০)সহ অজ্ঞাত ৪/৫ জনকে আসামী করে বিমানবন্দন থানায় হত্যা মামলা করা হয়। এরপর থেকেই প্রায় সময়ই মামলা তুলে নিতে বাদীকে হুমকি দেয় মনু ও তার সন্ত্রাসী বাহিনী। ধারাবাহিকতায় গত ৭ এপ্রিল বাদী গিয়াস উদ্দিন ও তার দুই ভাগ্নেকে মারধর করে মনুর বড় ভাই হুমায়ন কবির। এ সময় হুমায়ন কবির হুমকি দিয়ে বলেন, ১৯৯৮ সালে ৩০ নং ওয়ার্ড আ’লীগ সভাপতির ভাই সেলিমের হাতও কেটে নিয়েছি। তাতে আমাদের কিছুই হয়নি। তোরা মামলা উঠাবি কিনা তা বল। এ ঘটনায় ভুক্তভোগী বাদী ঘটনার দিনই বরিশাল বিমানবন্দর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। এ ব্যাপারে এয়ারপোর্ট থানার ওসি কমলেস চন্দ্র হালদার বলেন, আমরা হত্যকারী সহ তার দোসরদের গ্রেপ্তারের চেষ্টা করছি।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT