3:29 pm , April 17, 2022

খবর বিজ্ঞপ্তির ॥ ১৯৭১ সালের ১৭ এপ্রিল মুজিবনগর সরকার শপথ গ্রহণ করেন। শপথ গ্রহণ দিবস ২০২২ উপলক্ষ্যে বিএসএফআইসি অফিসার্স এ্যাসোসিয়েশন এবং বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশন কেন্দ্রীয় কর্মচারী ইউনিয়ন (সিবিএ) এর যৌথ উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠান আয়োজন করা হয়। বিএসএফআইসি কেন্দ্রীয় কর্মচারী ইউনিয়ন (সিবিএ) এর সভাপতি মোঃ খোরশেদ আলম এর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএসএফআইসি অফিসার্স এ্যাসোসিয়েশন এর সভাপতি প্রকৌশলী মোঃ আতাউর রহমান খান। প্রধান অতিথির আসন অলংকৃত করেন বিএসএফআইসি’র চেয়ারম্যান (গ্রেড-১) মোঃ আরিফুর রহমান অপু। উপস্থিত ছিলেন সংস্থার সদর দপ্তরে কর্মরত সকল স্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কেন্দ্রীয় কর্মচারী ইউনিয়ন (সিবিএ) এর সাধারণ সম্পাদক। বিশেষ অতিথিবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন বিএসএফআইসি অফিসার্স এ্যাসোসিয়েশন এর সাধারণ সম্পাদক, চীফ অব পারসোনেল, বিএসএফআইসি’র সচিব, পরিচালকবৃন্দ। আরও গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন আলোচনা অনুষ্ঠানের প্রধান অতিথি সংস্থার চেয়ারম্যান (গ্রেড-১)। সভাপতির বক্তব্যের মাধ্যমে আলোচনা অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। অতঃপর আলোচনা অনুষ্ঠান সমাপ্তির পর ইফতার মাহফিল উপলক্ষ্যে দোয়া পরিচালনা করেন চিনিশিল্প ভবনের মসজিদ এর পেশ ইমাম মাওলানা আঃ গফুর সাহেব।